ডিপজলের সঙ্গে আমার কখনো দেখাই হয়নি : মানতাসা

লাক্স তারকা মিম মানতাসা অনেকদিন ধরেই মিডিয়ার আড়ালে। হঠাৎ জানা গেল, ৪ অক্টোবর মুক্তি পেতে যাওয়া ‘জিম্মি’ ছবিতে দেখা যাবে তাকে। খবরটি জানার পর তিনি নিজেই অবাক! জানালেন আরো নানা খবর। লিখেছেন সুদীপ কুমার দীপ।

 

ডিপজলের সঙ্গে কখনো দেখাই হয়নি

৪ অক্টোবর মুক্তি পাবে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও পরিচালিত ‘জিম্মি’। শুরুতে ওয়েব সিরিজ হিসেবে শুটিং হলেও এখন এটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির পাত্র-পাত্রীর তালিকায় শিরিন শিলা, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগরের সঙ্গে আছেন মিম মানতাসা নামের একজন। অনেকেই এই মিম মানতাসাকে ভেবে ভুল করেছেন।

ফোন করে জানতে চাইছেন।

 

এ প্রসঙ্গ উঠতেই মানতাসা বলেন, ‘ডিপজলের সঙ্গে আমার কখনো দেখাই হয়নি। এই ছবিতে আমি অভিনয় করব কোথা থেকে! অনেক জায়গায় দেখছি আমার নাম। এই নামে আর কি কেউ আছেন? আমি জানি না।

যদি না থাকেন তাহলে এটা নিন্দাজনক। আমি শকড। নিশ্চয়ই তাঁরা বিষয়টি পরিষ্কার করবেন। আমার ক্যারিয়ার শুরু ২০১৮ সাল থেকে। তখন থেকেই বেছে বেছে কাজ করার চেষ্টা করছি।

 

দুর্ভাগা মানতাসা

চলচ্চিত্রমিম মানতাসার সমসাময়িক অনেকেই এখন ব্যস্ত সময় পার করছেন। উল্টোদিকে বেশির ভাগ সময়ই ঘরে কাটছে মানতাসার। এর মধ্যে যে অভিনয়ের জন্য প্রস্তাব পাননি তা নয়, কিন্তু ব্যাটে-বলে ঠিক মিলছে না। সত্য ঘটনা অবলম্বনে যেসব গল্প পর্দায় আসছে, সেগুলো মানতাসার বেশ পছন্দ। এ রকম বাণিজ্যিক ছবি হলেও করার ইচ্ছা তাঁর। তবে ‘গল্পের গরু গাছে ওঠে’ টাইপের ছবিতে কাজ করতে চান না বলেই এত দিনে চলচ্চিত্রে অভিষেক ঘটেনি তাঁর। নিজেকে একটু দুর্ভাগাই মনে করেন অভিনেত্রী।

মানতাসা বলেন, “আমি আসলে সময়টাই পেলাম না। ২০১৮ সালে ‘লাক্স সুপারস্টার’ হওয়ার পর মাত্র এক বছর হাতে পেয়েছিলাম। সেই এক বছর শোবিজ জগৎ বুঝতে বুঝতেই কেটে গেছে। এরপর তো করোনায় দুই বছর কেটে গেল। এর মধ্যে বিয়ে করলাম। নতুন সংসারে সময় দিতে হয়েছে। পড়াশোনাটাও শেষ করতে হলো। সব মিলিয়ে এ বছর যখন একটু গুছিয়ে উঠেছি তখন আবার রাজনৈতিক পটপরিবর্তন। এখন তো আমি কেন, কেউই কাজ করছেন না।”

বিজ্ঞাপনে নিয়মিত

নাটক-সিনেমায় ব্যস্ততা না থাকলেও নিয়মিত বিজ্ঞাপনচিত্রে দেখা মেলে তাঁর। এখনো হাতে রয়েছে বেশ কয়েকটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের কাজ। সেগুলোর শুটিং শুরু হবে শিগগিরই। কয়েকটি পণ্যের শুভেচ্ছাদূতও তিনি। সেগুলোর প্রচারণার জন্যও সময় দিতে হয়। মানতাসা বলেন, ‘শুরু থেকেই বিজ্ঞাপনে ব্যস্ত সময় পার করছি। দেশসেরা অনেক পণ্যের মডেল হয়েছি। দেশসেরা নির্মাতারাও আমাকে নিয়ে কাজ করেছেন। এই সেক্টরটা আমার জন্য খুব লাকি।’

এক বছর পর সিদ্ধান্ত

অভিনয়ের প্রতি আলাদা একটা ভালো লাগা আছে মানতাসার। লাইট-ক্যামেরা-অ্যাকশন দারুণ পছন্দ তাঁর। তবে এখন রিলের জীবন আর বাস্তব জীবন তো এক নয়। নিজেকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে মনে করছেন মানতাসা। তিনি বলেন, ‘সর্বোচ্চ আর এক বছর দেখব। যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই, ভালো নির্মাতা পাই—তাহলে অভিনয়টাকেই পেশা হিসেবে নেব। নইলে উচ্চ ডিগ্রির জন্য বিদেশে পাড়ি জমাব। চাকরিতেই থিতু হতে হবে আমাকে। কিছু করার থাকবে না।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন