এবার কমলাকে ‘মানসিক প্রতিবন্ধী’ বললেন ট্রাম্প

gbn

আবারও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীকে ‘মানসিক প্রতিবন্ধী’ বলে অভিহিত করেন এই রিপাবলিকান প্রার্থী।

গেল জুলাইয়ে নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সমাবেশে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ‘উগ্র বাম পাগল’ বলে অভিহিত করেন তিনি। একইসঙ্গে সীমান্ত অভিবাসন ইস্যুতে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকে দায়ী করেন ট্রাম্প। এ ঘটনায় নিজ দলেও বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরও বিরোধীদের আক্রমণের ক্ষেত্রে অপমানজনক ভাষা ব্যবহার করতে দেখা যায় তাকে।

 (২৯ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার ইরিতে এক সমাবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। এদিনও প্রতিদ্বন্দ্বী কমলাকে তীব্র ভাষায় আক্রমণ করেন রিপাবলিকান এই প্রার্থী।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বাইডেনের মতো কমলাও মানসিক প্রতিবন্ধী। সত্যি বলছি, আমি বিশ্বাস করি তিনি এভাবেই জন্মেছেন। আমি নিশ্চিত কমলার মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার আছে।’এর আগে শনিবার উইসকনসিনে এক সমাবেশে কমলাকে স্টুপিড, দুর্বল বলে অভিহিত করেন ট্রাম্প। কমলাকে নিয়ে বর্ণবাদী মন্তব্যও করেন সাবেক এই প্রেসিডেন্ট।

 

ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে কমলার প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন গণমাধ্যমগুলো। তারা জানান, কমলার জনপ্রিয়তা দেখে উদ্বিগ্ন ট্রাম্প। এমনকি সাম্প্রতিক জরিপে কমলা অনেক ব্যবধানে এগিয়ে থাকায় নির্বাচনে নিজের পরাজয় দেখছেন রিপাবলিকান প্রার্থী। অনেক রিপাবলিকান সমর্থকও ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করছেন।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। প্রচার- প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের নেতাকর্মীরা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন