লেবাননে ফিলিস্তিনি শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৬

লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ইসরায়েলের এক হামলায় ছয়জন নিহত হয়েছে, যার মধ্যে তিন শিশু ও লেবাননে অবস্থিত বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবিরের এক যোদ্ধার ছেলেও রয়েছেন। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফিলিস্তিনি শিবিরের এক কর্মকর্তা এএফপিকে আগে জানিয়েছিলেন, ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলীয় সাইডন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল-হেলওয়েহ শিবিরে শীর্ষস্থানীয় ফিলিস্তিনি যোদ্ধার ছেলের বাড়িতে হামলা করা হয়েছিল। নাম না প্রকাশের শর্তে তিনি বলেন, ‘ইসরায়েলি হামলায় মুনির মাকদাহর ছেলের বাড়ি লক্ষ্য করা হয়েছে।

 

ইসরায়েল মুনির মাকদাহকে লেবাননে ফাতাহর সশস্ত্র শাখার প্রধান হিসেবে অভিযুক্ত করেছে। তিনি হামলার সময় বাড়িতে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, মুনিসের ছেলে হাসান মাকদাহ ও তার স্ত্রী এবং আরো একজন নারী ও তিন শিশু নিহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আগস্টে জানিয়েছিল, তারা মুনির মাকদাহর ভাই খলিল মাকদাহকে হত্যা করেছে।

তাকে লেবাননে সশস্ত্র শাখার ‘নেতাদের একজন’ হিসেবে চিহ্নিত করেছিল ফাতাহ। ইসরায়েল তার বিরুদ্ধে পশ্চিম তীরে হামলা পরিচালনা ও অস্ত্র পাচারের অভিযোগ করেছিল, যেখানে ফাতাহ অবস্থিত। একই সঙ্গে তার বিরুদ্ধে ইরানি বাহিনীর সঙ্গে সহযোগিতার অভিযোগও আনা হয়েছিল।

 

এই হামলাটি লেবাননে ফিলিস্তিনি সশস্ত্র দলগুলোর নেতা বা সদস্যদের লক্ষ্য করে চালানো সর্বশেষ হামলা।

 

এদিকে ধর্মনিরপেক্ষ বামপন্থী দল পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) বলেছে, সোমবার ভোরে বৈরুতের কোলা জেলায় এক হামলায় তাদের তিন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া ফিলিস্তিনি সশস্ত্র দল হামাস জানিয়েছে, তাদের লেবাননভিত্তিক নেতা একই দিনে দক্ষিণ লেবাননের আল-বাস শিবিরে তার বাড়িতে এক বিমান হামলায় নিহত হন।

এর আগে আগস্টের শুরুতে সাইডনে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার সামের আল-হাজ নিহত হন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন