হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন অভিনেতা। আনুষঙ্গিক নানা পরীক্ষা চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আপাতত স্থিতিশীল।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার মূলত পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন ৭৩ বছরের এই অভিনেতা। সেই সময় তিনি পরিচালক লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবির শুটিং করছিলেন। যন্ত্রণা বাড়ায় ওই রাতেই তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয় চেন্নাইয়ের প্রথম সারির একটি হাসপাতালে।
চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রজনীকান্ত। সর্বশেষ অভিনেতার মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ব্লকবাস্টার সিনেমা হয় বক্স অফিসে।
আসন্ন সিনেমাগুলোর মধ্যে ‘ভেট্টিয়ান’ রজনীকান্তের ১৭০তম ছবি হতে চলেছে। লাইকা প্রডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমাটির শুট হয়েছে চেন্নাই, মুম্বাই, তিরুবনন্তপুরম, হায়দরাবাদসহ ভারতজুড়ে বেশ কয়েকটি লোকেশনে।
১৬০ কোটি টাকার আনুমানিক বাজেটের সঙ্গে ভেট্টিয়ান বছরের সবচেয়ে বড় রিলিজগুলোর মধ্যে একটি হতে চলেছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন