ক্রিকেটে সিলেটের ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে: আব্দুল কাইযুম চৌধুরী

বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন পরিচালক এবং অডিট কমিটির সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ক্রিকেটকে কেন্দ্র করে দেশে বহু টাকা পয়সা লুটপাট হয়েছে। এগুলোর একটু সুষ্টু তদন্ত দরকার। এই লুটপাটে সিলেটে যারা জড়িত, ঢাকায় যারা জড়িত তাদের দূর্নীতির একটা স্বেতপত্র জনসম্মুখে প্রকাশ করা দরকার। দেশাবাসীকে জানানো দরকার এখানে কিভাবে অর্থের ছড়াছড়ি হয়েছে, লুটপাট হয়েছে। আমরা জেনেছি পূর্বাঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরী করার নামে আড়াই’শ কোটি টাকা ঠিকাদার তুলে নিয়েছে। অথচ স্টেডিয়ামই হয়নি। কাজ শুরুই হয়নি। আমাদের সময় আমরা আন্তরিক ছিলাম বলেই সিলেট বিভাগীয় স্টেডিয়াম তৈরী করেছি। সাবেক অর্থমন্ত্রী এম সাইফূর রহমান সেটি উদ্বোধন করেছিলেন।  


তিনি বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৪  ও ১৬ এর বাছাইপর্ব পরিদর্শনকালে এমন মন্তব্য করেন।

 

 

 

তিনি বলেন, যেহেতু আমরা ক্রিকেট অঙ্গনের মানুষ। ক্রিকেটের সঙ্গে আমার দীর্ঘদিন থেকে পথচলা। ভবিষ্যতে যদি আমাদের সুযোগ আসে তবে অবশ্যই কাজ করবো। আগে যেভাবে সিলেটে জাতীয় দলের ক্রিকেটার ছিলো। ইদানিং অবকাঠামোগত সুযোগ না থাকায়, না বাড়ায় আগের মতো ক্রিকেটার বেরিয়ে আসেনি। যেভাবে কাজ করা দরকার ছিলো সেভাবে কাউকে করতে দেখিনি। ফলে ক্রিকেটে সিলেটের হারানো ঐতিহ্য পুণরুদ্ধার করতে হবে।

 

 

 

তিনি বলেন, আমাদের সরকার যখন ক্ষমতায় ছিলো আমরা অনুভব করি সিলেটে একটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু দরকার। ফলে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফূর রহমানের প্রচেষ্টায় সিলেট বিভাগীয় স্টেডিয়াম প্রতিষ্টা করা হয়। এরপর আর সেভাবে সিলেটের ক্রিকেট অঙ্গন নিয়ে কেউ কাজ করেননি। ফলে ক্রিকেটে সিলেট এগুতে পারেনি। তিনি বলেন, সিলেট বিভাগীয় স্টেডিয়াম সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের দান। এজন্য তিনিও কাজ করেছিলেন। অতীতের মতো ভবিষ্যতেও সিলেটের ক্রিড়াঙ্গন এবং স্টেডিয়ামের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিসিবির সাবেক এই পরিচালক।     


আগামী জাতীয় লীগে সিলেটের খেলোয়াড়দের জন্য শুভ কামনা জানিয়ে বলেছেন, তৃণমুল থেকে খেলোয়াড়রা বেরিয়ে না আসায় সিলেটের ক্রিকেটাঙ্গনে নতুন মুখ আসছেনা। এক সময় যারা সিলেটের হয়ে সুনাম কুড়িয়েছিলো তাদের সেই কৃতিত্বের দ্বারা অব্যাহত রাখতে হবে।

 

 

 

কাইয়ুম চৌধূরী দেশের ক্রিড়াঙ্গনের প্রিয়মুখ আরাফাত রহমান কোকো'র স্মৃতিচারণ করে বলেন, আমি তাঁর সঙ্গে সারা দেশের ক্রিড়াঙ্গন নিয়ে কাজ করেছি।  আমার সুযোগ হয়েছিলো দেখার।  তাঁর মাধ্যমেই দেশের ক্রিড়াঙ্গন বিশ্বের কাছে পরিচিত লাভ করে।   
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার আলি ওয়াসিকুজ্জামান অনি, সিলেট বিভাগীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার রেজাউল করিম নাচন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সিলেট বিভাগীয় ক্রিকেট দলের কোচ রাজিন সালেহ, জাতীয় দলের সাবেক ক্রিকেটের, বিভাগীয় কোচ নাজমুল হোসেন, সিলেট জেলা দলের কোচ রানা মিয়া, জেলা দলের কোচ  ইকরাম আহমেদ, জাতীয় দলের ক্রিকেটার রাহি, মিছবাহ, পলাশ, শাহিন সহ বিভাগীয় ক্রিকেট দলের সকল ক্রিকেটার।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন