মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ এবং রেডিওকর্মীদের জন্য দু’ দিনের যোগাযোগ দক্ষতা উন্নয়ন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকেন্দ্রিক অনুষ্ঠান নির্মাণ বিষয়ে দুই দিনের ল্যাব গতকাল (৫অক্টোবর) শনিবার শেষ হয়েছে। এতে ১২ জন নারীসহ ১৮ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ ও রেডিওকর্মী অংশ নেন। গণমাধ্যম, যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টি এ ল্যাবের আয়োজন করে। ল্যাবের প্রথম দিন শ্রীমঙ্গলে ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় মৌলভীবাজারের রেডিও পল্লীকণ্ঠে। প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্ধসঢ়;রু কমিউনিটি শীর্ষক প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও আন্তর্জাতিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড এবং আর্টিক্যাল নাইনটিন-এর সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও মৌলভীবাজারে সমষ্টি, রেডিও মহানন্দা, রেডিও নলতা ও রেডিও পল্লীকণ্ঠ এ প্রকল্প বাস্তবায়ন করছে। ল্যাবের প্রথম দিন অংশগ্রহণকারীরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনসাধারণের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর অগ্রাধিকার নির্ধারণ করেন। পরে এগুলোর জন্য প্রয়োজনীয় যোগাযোগ কৌশল, বিভিন্ন অংশীজনদের চিহ্নিত করে অনুষ্ঠানের স্ক্রিপ্ট তৈরি, উপস্থাপনা, আলোচনা ইত্যাদি বিষয়গুলো অনুশীলন করেন অংশগ্রহণকারীরা। দ্বিতীয় দিন অংশগ্রহণকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ ও রেডিওকর্মীরা অনুষ্ঠান নির্মাণের কাঠামোসহ কারিগরি দিকগুলো সম্পর্কে ধারণা নেন এবং সেগুলোর ভিত্তিতে অনুষ্ঠানের বিভিন্ন দিকগুলো চর্চা করেন। এদিনের একটি পর্বে সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী অংশগ্রহণকারীদের সঙ্গে সংলাপে অংশ নেন। তিনি আরো বেশি জীবিকা ও শিক্ষাকেন্দ্রিক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন। ল্যাব-পরবর্তী সময়ে রেডিও পল্লীকণ্ঠ তরুণদের নেতৃত্বে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানমুখী এবং অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূল অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করবে। অন্য দুটি রেডিওতেও একই আঙ্গিকের অনুষ্ঠান প্রচারিত হবে। ল্যাবের বিভিন্ন ব্যবহারিক অধিবেশন পরিচালনা করেন সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুর জামান, সিনিয়র সাংবাদিক ও লেখক শাহনাজ মুন্নী, সমষ্টির যোগাযোগ পরিচালক রেজাউল হক, কর্মসূচি সমন্বয়কারী জাহিদুল হক খান, পরিবীক্ষণ বিশেষজ্ঞ সানজিদা তামান্না ঐশী, দৈনিক ইত্তেফাক ও ইউএনবি’র মৌলভীবাজার প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব এবং রেডিও পল্লীকণ্ঠের স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন