নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার। অতিতের সরকারগুলোর রাস্তা ধরেই হাঁটছে ছাত্র-জনতার সরকার হিসেবে বিবেচিত অর্ন্তবর্তীকালিন সরকার। চুরি-ডাকাতি-দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ৬ অক্টোবর সকাল সাড়ে ১০ টা থেকে পুরানা পল্টন, তোপখানা রোডসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী পথসভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে এতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শুভানুধ্যায়ী গাজী মনসুর, আমিনুল হক খোকন প্রমুখ। এসময় নেতৃবৃন্দ ৩৬ জুলাইর হত্যাকাণ্ড এবং পরবর্তী ২ মাসে চুরি-ডাকাতিসহ সকল গড়ন রহলঁংঃরপব- এর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবি জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন