আর কয়েকদিন পরেই দুর্গাপূজা। সনাতন ধর্মের এই উৎসবটি ঘিরে নানা ধরণের আয়োজন করে দেশের টিভি চ্যানেলগুলি। তারই ধারবাহিকতায় মাছরাঙা টিভিতে প্রচার হবে দূর্গাপূজার বিশেষ নাটক। এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।
বিশেষ নাটক ‘বিসর্জনে অর্জন’ এ অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, তানিয়া বৃষ্টি, ইমতু রাতিশ, আবুল হায়াত, মিলি বাসারসহ আরও অনেকে।
জানা গেছে, আগামী ১১ অক্টোবর, শুক্রবার রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত হয়েছে।
এ সম্পর্কে তিনি বলেন, ‘নাটকে আমার চরিত্রের নাম নিতু, যে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে অফিসের কোন কোন কলিগ আমার সঙ্গে একটু অন্যরকম আচরণ করে যেটা মেনে নিতে কষ্ট হয়। এসব নিয়েই গল্প এগিয়ে যায়।’
পরিচালক জানান, গল্পে নিতু পূজা উপলক্ষে সে যাতে ছুটি নিতে পারে সেজন্য কৌশলে তাকে কাজে আটকে দেয়।
সে তার মায়ের হাতের বানানো নাড়ু নিয়ে আসলে কেউ কেউ পূজার নাড়ু বলে খেতে চায় না। কিন্তু তার বস খুব উদার মনের মানুষ। তিনি এসব বোঝেন এবং সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেন। শান্ত নামে একজন কলিগ আছে, যে নিতুকে পছন্দ করে কিন্তু কখনো বলে না। নিতুও তাকে পছন্দ করে।
এদিকে, তার মায়ের পছন্দের পাত্র রিজওয়ান পূজা উপলক্ষে বিদেশ থেকে আসছে। এবার নিতুর সঙ্গে তার বিয়ে চূড়ান্ত করতে চান মা। নতুন সংকটের মুখোমুখি হয় নিতু। এভাবেই এগিয়ে যায় গল্প।’ চয়নিকা চৌধুরী বলেন, ‘অনেকদিন পর পূজার নাটক করলাম। একান্তই নিজের আবেগ এবং দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছি। আমার মনে হয়েছে এ সময় এরকম একটি নাটক হওয়া দরকার। নাটকটিতে সুন্দর একটা মেসেজ আছে। আশা করি দর্শকরা উপভোগ করবেন।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন