জিবিনিউজ 24 ডেস্ক //
আগামী ডিসেম্বর মাসে সিলেট বিভাগে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
ধাপে ধাপে পৌরসভা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের সব পৌরসভা নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে অনুষ্ঠিত হবে। সে হিসেবে সিলেটেও প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে। প্রথম ধাপে সিলেটের কয়েকটিসহ মোট ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়েছে।
আগামী ২৭ বা ২৮ ডিসেম্বর ভোট হবে। আগামী রোববার বা সোমবার ঘোষণা করা হবে এ নির্বাচনের তফসিল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
এদিকে, চলতি বছরের ডিসেম্বরে সিলেট বিভাগের ১৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সেগুলো হচ্ছে- সুনামগঞ্জ সদর, ছাতক, জগন্নাথপুর, দিরাই, সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, গোলাপগঞ্জ, মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ পৌরসভা।
ইসি'র জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের জানান, ‘পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭ থেকে ২৯ তারিখে করার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন থেকে অনুমোদন দিলেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন