নেইমারকে বাংলাদেশে আনতে তোড়জোড়

বিশ্বকাপ এলেই বাংলাদেশের একটা দৃশ্যে চোখ আটকে যায়। ফিফার টুর্নামেন্ট চলাকালীন সময় বাসা-বাড়িতে রঙের খেলার দৃশ্য। বাড়ির দেয়ালে দেয়ালে আঁকা হয় ব্রাজিল-আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি-নেইমার জুনিয়রদের ছবি। আর ছাদে পতপত করে উড়তে দেখা যায় দল দুটির জাতীয় পতাকা।

 

বিশ্বকাপের অন্য দলগুলোর চেয়ে লাতিন আমেরিকার দল দুটিকে নিয়েই বেশি মাতোয়ারা থাকেন বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। অথচ মেসি-নেইমারদের যুগের পর যুগেও সামনাসামনি দেখার সুযোগ হয় না। বোকাবাক্সেই চোখের প্রশান্তি মেটাতে হয়। ২০১১ সালে মেসিসহ পুরো আর্জেন্টিনা দলকে দেখার সুযোগ পেলেও নেইমারকে কাছ থেকে দেখা হয়নি সমর্থকদের।

 

সেই অপেক্ষা এবার ঘুচতে যাচ্ছে। আগামী বছর ব্রাজিল তারকা নেইমার বাংলাদেশে আসতে পারেন বলে শোনা যাচ্ছে। আল হিলাল তারকার আসার বিষয়টি দেশের একটি টেলিভিশনকে নিশ্চিত করেছেন নেইমারের বন্ধু রবিন মিয়া। সাবেক বার্সেলোনা তারকার সঙ্গে অনেক দিন ধরেই সুসম্পর্ক বাংলাদেশি বংশোদ্ভূত রবিনের।

 

রবিন বলেছেন, ‘নেইমারের আসার ব্যাপারে একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশা করি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব। আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব নয়, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।

 

গত বছর বাংলাদেশে এসেছিলেন নেইমারের পূর্বসূরি কিংবদন্তি রোনালদিনহো আর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন