সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম//
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণ, শব্দদূষণ ও পানিদূষণ প্রতিরোধ এবং জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার, গনমাধ্যম ও জনগনকে একসঙ্গে কাজ করত হবে। পরিবেশ নিয়ন্ত্রণে শুধু আইনের প্রয়োগ যথেষ্ট নয়। জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আজ ৮ অক্টোবর মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেন্জ জার্নালিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশের মানুষ পরিবেশবান্ধব জীবনযাপন শুরু করুক এটা আমাদের সকলের কাম্য।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন