মার্কিন নির্বাচনে হামলার ছক কষার অভিযোগে আফগান গ্রেপ্তার

gbn

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ভোটের দিন সেখানে আক্রমণের ছক কষা হয়েছে বলে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কাছে আগেই খবর ছিল বলে দাবি। তারই তদন্তে নেমে ওকলাহোমা অঙ্গরাজ্য থেকে এফবিআই ২৭ বছর বয়সী এক আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে। তার সঙ্গে এক নাবালক সহযোগীকেও আটক করা হয়েছে বলে এফবিআই সূত্র জানিয়েছে।

 

এফবিআই জানিয়েছে, ইসলামিক স্টেটের জন্য জন্য অস্ত্র কেনার দায়িত্ব ছিল ওই ব্যক্তির ওপর। ধৃত নাসির ও ইসলামিক স্টেটের এক ব্যক্তির মধ্যে কথপোকথন ইন্টারসেপ্ট করা হয়। এরপর সেই সূত্র ধরেই নাসিরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এফবিআই।


 

এফবিআইয়ের এক আন্ডারকভার এজেন্টের কাছেই অস্ত্র কিনতে যায় নাসির ও তার নাবালক সহযোগী।

তারা দুটি একে ৪৭ রাইফেল ও প্রচুর গুলি কিনতে চেয়েছিল। এভাবেই তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে এফবিআই জানিয়েছে।

 

সংস্থাটির জেরায় নাসির জানিয়েছে, পরিকল্পনা ছিল, নির্বাচনের দিন বড় জমায়েতে তারা গুলি চালাবে। প্রয়োজনে নিজেরাও মারা যাবে।

নাসিরের সহযোগী যেহেতু নাবালক, তাই তার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

 

এফবিআই আরো জানিয়েছে, ২০২১ সালে বিশেষ ভিসায় নাসির আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে এসেছে। এই বিশেষ ভিসা দেওয়া হয় তাদের, যারা আফগানিস্তানে সেনাবাহিনীতে কাজ করেছেন অথবা মার্কিন সেনাদের দোভাষী হিসেবে কাজ করেছেন। নাসির দোভাষী ছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

মার্কিন গোয়েন্দাদের বক্তব্য, যুক্তরাষ্ট্রের নির্বাচনে নাশকতার ছক এখনো কষা হচ্ছে।

ছোট ছোট গোষ্ঠী এই কাজ করছে বলে তারা মনে করছে। নাসিরের কাছ থেকে আরো তথ্য মিলবে বলেই মনে করছেন গোয়েন্দারা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন