নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন কাঁদলেন    

মোঃ নাসির, নিউ জার্সি, (আমেরিকা) প্রতিনিধি ||    যুক্তরাষ্ট্রের একটি নার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সঙ্গে ভার্চুয়াল আলাপের সময় দেশটির পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনকে কাঁদতে দেখা গেছে।    উইলমিংটন থিয়েটার থেকে ম্যারি টারনার করোনার সময়ে নিজের এবং সহকর্মীদের অবস্থা বর্ণনার পাশাপাশি, মৃত্যুপথযাত্রী রোগীদের অসহায়ত্বের কথা তুলে ধরেন, যা শুনে নিজেকে ধরে রাখতে পারেননি বাইডেন।    নার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ম্যারি টারনার আরও বলেন, ‘মৃত্যুশয্যায় থাকা মানুষজন পরিবারকে দেখতে না পেয়ে কেঁদেছে। আমি তাদের হাত ধরে রেখেছি। সেভাবেই বিদায় দিয়েছি।’    বাইডেনের সঙ্গে আলাপ করে ম্যারি বলেন, ‘এভাবেই অনেক মানুষ আইসিইউতে মারা গেছেন। আমি ভেন্টিলেটরে থাকা সহকর্মীদের যত্ন নিয়েছি, যারা করোনার সঙ্গে লড়েছে। এভাবে আমরা অসুস্থ হয়েছি, কারণ হাসপাতাল কিংবা সরকার নিরাপত্তা দেয়নি।’    পরে সিএনএনকে ম্যারি বলেন, ‘আজ বুকটা খুব হালকা লাগছে। এত দিন পর কেউ আমাদের কথা শুনল।’    আর কিছুদিন পর যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ১৪ ডিসেম্বর ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে। তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা। তার আগে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বাইডেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন