লন্ডনে স্বামীর সঙ্গে পূজা উদযাপন করছেন অবন্তী সিঁথি

গত বছর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন জনপ্রিয় গায়িকা অবন্তী সিঁথি। তার স্বামী অমিত দে লন্ডনপ্রবাসী। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। পাশাপাশি গানও করেন।

বিয়ের পর স্বামী যথারীতি লন্ডনে চলে যান। আর সিঁথি স্বামীর কাছে যান গেল আগস্টে। এখনো সেখানেই আছেন। তাই পূজাও এবার স্বামীর সঙ্গেই পালন করছেন লন্ডনে।

একেবারেই নতুন অভিজ্ঞতা তার।

 

সেখান থেকেই কালের কণ্ঠকে এবারের পূজার অভিজ্ঞতা বললেন তিনি। বলেন, ‘এবার লন্ডনে পূজা উদযাপন করছি। একেবারেই আলাদা অভিজ্ঞতা।

তবে আমার সঙ্গে আমার বর অমিত আছে। বিয়ের পর প্রথম পূজা, তা-ও বরের সঙ্গে। বলতে পারেন হই হই করে কাটছে।’

 

পূজা উপলক্ষে সেখানে গানের অনুষ্ঠানও করছেন। বললেন, ‘আজকে শো করব পূজা উপলক্ষে।

সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’

 

তবে পূজায় বসে নেই। স্বামীর সঙ্গে যৌথভাবে গানও করেছেন। বললেন, ‘পূজা উপলক্ষে নতুন দুর্গার ১০৮টি নাম নিয়ে একটা মিউজিক্যাল কাজ করেছি। গেয়েছি আমি ও আমার বর অমিত দে। মিউজিক অ্যারেঞ্জ করেছে দ্বীপ রয়।’

তিনি জানান, গানটি বিজয়া দশমীর দিন গানটি তার ইউটিউবসহ বেশ কিছু প্ল্যাটফরমে রিলিজ হবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন