পাকিস্তানে ২০ খনি শ্রমিককে গুলি করে হত্যা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি ছোট বেসরকারি কয়লাখনিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় কমপক্ষে ২০ খনি শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। আজ শুক্রবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খনিজসমৃদ্ধ অঞ্চলটি আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। গত কয়েক দশক ধরে সেখানে সমস্যা চলছে।

 

ওই এলকায় বেলুচ বিদ্রোহীগোষ্ঠীগুলো রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বিদ্রোহীদের দাবি, তাদের আঞ্চলিক সম্পদ থেকে তারা কোনো অংশ পায় না। তবে আজকের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

কোয়েটা শহরের পূর্বে অবস্থিত শহরের পুলিশ স্টেশন হাউস অফিসার হুমায়ুন খান বলেন, ‘একদল সশস্ত্র লোক বৃহস্পতিবার রাতে দুকি এলাকায় জুনাইদ কয়লা কম্পানির খনিগুলোতে ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালায়।

’ পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।

 

স্থানীয় মিডিয়া জানিয়েছে, হামলাকারীরা খনি শ্রমিকদের এক জায়গায় জড়ো করে এবং তাদের ওপর গুলি চালায়। এ ছাড়া তারা খনির যন্ত্রপাতিতেও আগুন দেয়। ওই এলাকায় দশটি কয়লাখনি রয়েছে বলে কম্পানির এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।

দুকির একজন ডাক্তার জোহর খান শাদিজাই বলেছেন, ‘আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০টি মৃতদেহ এবং ছয়জনকে আহত অবস্থায় দেখেছি।’

 

এদিকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে শ্রমিকদের বাসস্থানে ২০ জন পাকিস্তানি কয়লাখনি শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটে ৩৫ থেকে ৪০ জন সাধারণ পোশাকধারী ভারী অস্ত্র নিয়ে আধা ঘণ্টা ধরে কয়লাখনি শ্রমিকদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়।’  দুকি জেলার পুলিশ প্রধান অসীম শফি এএফপিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, ‘তাদের সঙ্গে রকেট লঞ্চার এবং হ্যান্ডগ্রেনেডও ছিল।

 

পাকিস্তান ২০২২ সাল থেকে পাকিস্তানি তালেবান এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে এ ধরনের হামলার শিকার হচ্ছে। এই সপ্তাহের শুরুতেও করাচির দক্ষিণাঞ্চলীয় শহর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত এবং তৃতীয়জন আহত হয়েছেন। তারা পাকিস্তানে বিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন।

 

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) সরকারের বিরুদ্ধে যুদ্ধরত কয়েকটি বিদ্রোহীগোষ্ঠীর মধ্যে একটি। তারা ওই হামলার দায় স্বীকার করেছে। গত আগস্ট মাসে বেলুচিস্তানের সবচেয়ে ব্যাপক সহিংসতার পেছনেও বিএলএ-গোষ্ঠীর নাম ছিল।

বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা পুলিশ স্টেশন, রেললাইন এবং হাইওয়েতে হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি লোককে হত্যা করেছে। এই অঞ্চলটি গত মাসেও সহিংসতা দেখেছিল। তখন সশস্ত্র লোকেরা পূর্ব পাঞ্জাব প্রদেশের আবাসিক শ্রমিকদের ওপর হামলা চালায় এবং তাদের মধ্যে সাতজনকে হত্যা করে। দেশটি যখন আগামী সপ্তাহে রাজধানী ইসলামাবাদে আট সদস্যের সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, তখন এই হামলা হয়েছিল।

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন