সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম//
গতকাল ১০ই অক্টোবর বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার বেঙ্গল কনফারেন্স হলে এক লিডারশিপ ডেপলপমেন্ট ওয়ার্কশপের আয়োজন করা হয় ইসলামী যুব মজলিস মৌলভীবাজার শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে, শহর সভাপতি হাসান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সদর থানা সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ আতহার জাকওয়ান এর পরিচালালনায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা সোহাইল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুস সবুর, ইসলামি যুব মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, ছাত্র মজলিস জেলা সভাপতি আবদুল্লাহ আল নোমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন