বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে যত রেকর্ড ভারতের

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড নেপালের। গত বছর মেঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল তারা। তবে টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান এখন ভারতের। বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রান তোলে ২০১৯ সালে আফগানদের করা ২৭৮ রানের রেকর্ড ভেঙেছে সূর্যকুমার যাদবের দল।

তবে শুধু সর্বোচ্চ রানেই নয়, আজ তছনছ হয়েছে অনেক রেকর্ডের পাতাও। 

 

হায়দরাবাদে আজ এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ডও হয়েছে। ৪৭ বাউন্ডারি এসেছে আজকের ভারতের ইনিংসে। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আগে সর্বোচ্চ ৪২ বাউন্ডারির রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার।

টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কাও দেখেছে ক্রিকেট বিশ্ব। ২২ ছক্কায় আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সাথে এ রেকর্ড ভারতের। সব মিলে যৌথভাবে তৃতীয় ছক্কা হাঁকানোর রেকর্ডও এটি।

 

স্যামসন ও সূর্যকুমার মিলে ভারতের টি-টোয়েন্টির তৃতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন।

৬১ বলে ১৫.০৪ গড়ে দুইজন মিলে করেছেন ১৭৩ রান। আর টি-টোয়েন্টিতে চতুর্থ দল হিসেবে বাংলাদেশের পাঁচ বোলার ৪০ রানের বেশি করে রান বিলিয়েছেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন