লন্ডন, ১৩ অক্টোবর ২০২৪ : লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও ওয়ান বাংলা নিউজের সিনিয়র রিপোর্টার সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মোঃ আব্দুল হান্নান এর মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন ।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
উল্লেখ্য, মোঃ আব্দুল হান্নান ১১ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় দেড় ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ কন্যা, নাতি-নাতনি সহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী একাডেমির প্রতিষ্ঠাতা, সমাজসেবী, স্বাধীনতা পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের রিলিফ কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন মরহুম মোঃ আব্দুল হান্নান।
বিশ্বনাথের নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী হাজী মো. আব্দুল হান্নান ১৯৪০ সালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন। তিনি নিজ গ্রামের হোসেন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
এছাড়াও নিজ এলাকায় শিক্ষার প্রসারের লক্ষ্যে ২০০৪ সালে নিজ ভূমিতে প্রতিষ্ঠা করেন খাজাঞ্চী একাডেমি অ্যান্ড উচ্চ বিদ্যালয়।
মরহুম মোঃ আব্দুল হান্নান এর জানাযার নামাজ শনিবার বাদ আসর হোসেনপুরে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের পুত্র লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য আব্দুল বাছিত রফি। তিনি তাঁর পিতার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন