এক মঞ্চে গান শোনাবেন তিন শিল্পী

তিনজনই সংগীতের মানুষ। তারা হলেন সংগীতশিল্পী পিলু খান, এলিটা করিম  ও বাপ্পা মজুমদার। এই তিনজন এক হচ্ছেন এক মঞ্চে।  ‘রিদম প্লাগড’ নামে সংগীতসন্ধ্যায় তারা শোনাবেন শ্রোতাপ্রিয় বেশ কিছু গান।

আগামী ১৮ অক্টোবর রাজধানীর ১৩৮ ইস্ট রেস্তরাঁয় এ আয়োজন করা হচ্ছে। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত কয়েকটি আয়োজনে পারফর্ম করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন পিলু খান ও এলিটা করিম। এবারের আয়োজনে এ দুই শিল্পীর সঙ্গে অংশ নিচ্ছেন বাপ্পা মজুমদার।

 

আয়োজকরা জানান, ‘রিদম প্লাগড’-এর সংগীতায়োজনে অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সংগীতসন্ধ্যার গানগুলো আরও মেলোডিনির্ভর ও শ্রুতিমধুর করে তুলতেই এ পরিকল্পনা। সব মিলিয়ে এ অনুষ্ঠানটি দর্শক-শ্রোতা মনে ভালো লাগার পরশ বুলিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

 

এদিকে স্টেজ শোর পাশাপাশি নতুন গানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন ‘রিদম প্লাগড’-এ পারফর্ম করতে যাওয়া শিল্পীরা। সম্প্রতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাপ্পা মজুমদার প্রকাশ করেছেন নতুন একক গান ‘শহরের চোখ’।

আতিউর রহমানের লেখা এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী বাপ্পা মজুমদার নিজেই।

 

গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে দর্শক-শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্যদিকে পিলু খান ব্যস্ত স্টুডিও আয়োজন নিয়ে। যেখানে থাকছে তাঁর সুরে গাওয়া বিভিন্ন শিল্পীর গান।

সম্প্রতি এই স্টুডিও আয়োজনের প্রথম গানটি রেকর্ড করা হয়েছে এলিটা করিমের কণ্ঠে।

শিরোনাম ‘ভালোবাসি হাসির বন্যা’। এর কথা লিখেছেন আশি ও নব্বই দশকের আলোচিত গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। সংগীতায়োজন করেছেন কলকতার সংগীত পরিচালক দেবাশীষ সোম। শিগগিরই গানটি অনলাইনে প্রকাশ করা হবে বলে জানান শিল্পী এলিটা করিম।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন