ইউরোপের শীর্ষে লিগগুলোতে ম্যাচের ঠাসা সূচির কারণে জাতীয় দলের গুরুত্বহীন ম্যাচগুলোতে খেলতে আগ্রহী নন অনেক ইউরোপীয় তারকারা। তার মধ্যে এবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন সংস্করণ ম্যাচের সংখ্যাও বেড়েছে। এবার নেশনস লিগের গুরুত্বহীন ম্যাচগুলোতে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছেন ফরাসি তারকা এমবাপ্পেও।
চোট কাটিয়ে ফিরলেও আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের ক্যাম্পে যোগ দেননি এমবাপ্পে।
নিজেকে ফিট রাখতে বিশ্রামে রয়েছেন ফরাসি অধিনায়ক। জানা গেল চোট ঝুঁকি কমাতে ফ্রান্সের হয়ে বেছে বেছে খেলতে চান এই তারকা।
সম্প্রতি ফ্রান্সের ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফুট মার্কেতো জানিয়েছে, ফ্রান্সের হয়ে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে চান বলে কোচ দিদিয়ের দেশমকে নিজের ইচ্ছের কথাও জানিয়েছেন এমবাপে। রিয়ালের হয়ে দারুণ কিছু করে ব্যলন ডি'অর জিতেতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
তাই ২০২৫ সালে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলার কথা জানিয়েছেন কোচকে।
চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে সবমিলিয়ে ১১ ম্যাচে সাত গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। আন্তর্জাতিক বিরতিতে এবার তাকে ছাড়া এরমধ্যেই ইসরায়েলের সঙ্গে একটি ম্যাচ খেলেছে ফ্রান্স। সেই ম্যাচ তারা জিতেছে ৪-১ জিতেছে তারা।
আগামী সোমবার বেলজিয়ামের বিপক্ষে নামবে দলটি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন