স্পেনে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কনটেন্ট তৈরির সময় সেতু থেকে পড়ে ২৬ বছর বয়সী ব্রিটিশ যুবকের মৃত্যু হয়েছে। মাদ্রিদের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৭০ মাইল দূরে তালাভেরা দো লা রেইনা শহরে স্থানীয় সময় রবিবার এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ওই যুবক স্পেনের তালাভেরা দো লা রেইনা শহরে দেশের অন্যতম উঁচু সেতু বেয়ে উঠছিলেন।
সেখান থেকে পরে গিয়ে তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে ২৪ বছর বয়সী আরেক ব্যক্তি ছিলেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখনো তাদের পরিচয় প্রকাশ করেনি।
এই দুর্ঘটনাকে ‘দুঃখজনক ও মর্মান্তিক’ উল্লখে করে শহরের কাউন্সিলর মাকারেনা মুনিয়োজ জানান, ‘তারা তালাভেরায় এসেছিলেন সেতুতে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করতে।
’
তিনি আরো বলেন, সেতু বেয়ে ওপরে ওঠা ‘সম্পূর্ণ নিষিদ্ধ’ এবং ‘আমরা বহুবার স্পষ্টভাবে বলেছি, এটি কোনো অবস্থাতেই করা যাবে না।’
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টাগাস নদীর ওপর অবস্থিত ৬৩০ ফুট উঁচু এই কেবল সেতুটি দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা সত্ত্বেও পর্বতারোহী ও কনটেন্ট নির্মাতাদের আকর্ষণ করে আসছে।
ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কাছে এ দুর্ঘটনায় বিষয়ে মন্তব্য চাওয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন