মৌলভীবাজার শমশেরনগর পুলিশ ফাঁড়ির অভিযানে ভারতীয় শাড়ি উদ্ধার

জিবি নিউজ ।।

কমলগঞ্জ থানাধীন শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে চোরাই পথে আমদানি করা ৯০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি এবং চোরাই শাড়ি পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, ‘ভারতীয় শাড়ির লেভেল পরিবর্তন করে চোরাই শাড়ি আসছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। সিএনজি চালক পুলিশ দেখে দূর থেকেই গাড়ি রেখে পালিয়ে যায়। সিএনজি অটোরিকশার ভেতরে তল্লাশি করে ৯০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৩০ হাজার টাকা।

এঘটনায় কমলগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন