সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনোয়ার উজ জামান বলেছেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে। নিজ নিজ অবস্থান থেকে প্রতিবন্ধীদের সেবা ও সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি ১৫ অক্টোবর সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

 

‘হাতে দেখলে সাদা ছড়ি এগিয়ে এসে সহায়তাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয়,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সিলেট জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক।

সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর সিলেট এর উপ তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা আইন বাস্তবায়ন,সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় ভাতাসহ চিকিৎসাসেবা নিশ্চিত করণ, বাক শ্রবণ প্রতিবন্ধীদের অষ্টম শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত শিক্ষার সুযোগ প্রদান,কর্ম সংস্থানসহ বিভিন্ন দাবী সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য সংশ্লিস্ট কতৃর্পক্ষের প্রতি দাবী জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, গ্রামীণ জনকল্যাণ সংসদের সভাপতি জামিল চৌধুরী, ওয়ার্ল্ড ভিশন এর ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট রুহুল আমিন সরকার, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এমএ হান্নান, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান সামছু, সহ সভাপতি সৈয়দ শওকত আলী, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সভাপতি সালামত রাজা চৌধুরী, দেওয়ান হাসিব রাজা চৌধুরী।

 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, সমাজসেবা অফিসার রেজিস্ট্রেশন মো.আবু ইউসুফ, ওসমানী হাসপাতাল সমাজসেবা অফিসার জাহানারা বেগম, বাগবাড়ী শিশু পরিবার (বালক) এর উপ তত্ত্বাবধায়ক  আয়েশা আক্তার বৃষ্টি, সহকারী সমাজসেবা অফিসার আফিল উদ্দিন, বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, এওয়ার্ড এর আবুল কালাম আজাদ, মুক্তা হিজড়া প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসপাতাল সমাজসেবা অফিসার খলিলুর রহমান,পবিত্র গীতা পাঠ করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেট এর কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। পরে ট্রাই সাইকেল,সাদাছড়িসহ বিভিন্ন উপকরণ প্রতিবন্ধীদেও মধ্যে বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন