বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে নিয়ে রীতিমত ছেলেখেলা করল আর্জেন্টিনা। মেসির হ্যাটট্রিক ও জোড়া এসিস্টে টানা দুই ম্যাচের হতাশা পেছনে ফেলে ঘরের মাঠে বড় জয় পেয়েছে তারা। গোল পেয়েছেন লাউতারো মার্টিনেজ, আলভারেজ ও আলমাদা।
বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুধবার (১৬ অক্টোবর) সকালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
আগের দুই ম্যাচে জয়হীন থাকা আর্জেন্টিনার বলিভিয়ার বিপক্ষে ম্যাচে জয়ে ফেরা দরকার ছিল। জয় তো এসছেই, তবে প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করে। ঘরের মাঠে প্রায় ১১ মাস পর ফিরে দারুণ এক হ্যাটট্রিক উপহার দিয়েছেন মেসিও। সতীর্থ লাউতারো মার্টিনেজ ও আলভারেজকে দিয়ে করিয়েছেন আরো দুই গোল।
ম্যাচের দুই অর্ধে তিনটি করে গোল করে আর্জেন্টিনা। ১৯ মিনিটে লাউতারো মার্তিনেজের পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এনে দেন মেসি। প্রথমার্ধের বিরিতির আগে বাকি দুই গোলে অবদানও মেসির। ৪৩ মিনিটে এক সতীর্থের থ্রু বল ধরে এগিয়ে যান আর্জেন্টিনা অধিনায়ক, তিনি নিজেই শট নিতে পারতেন; কিন্তু আরও নিশ্চিত হতে বাঁদিকে মার্টিনেজকে খুঁজে নেন তিনি।
বক্সে ঢুকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মার্টিনেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে মাঝমাঠ থেকে মেসির উঁচু করে বাড়ানো দারুণ থ্রু বল কোনাকুনি শটে জালে জড়ান আলভারেজ।
৬৯ মিনিটে নাহুয়েল মলিনার পাস থেকে গোল করে স্কোরশিটে নাম লেখান থিয়াগো আলমাদা। তখনো বাকি ছিল মেসির ম্যাজিক। শেষদিকে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে জাতীয় দলের হয়ে দশম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
৮৪তম মিনিটে পালাসিওসের পাস থেকে, এর দুই মিনিট পর নিকো পাসের পাস থেকে গোল করে এলএমটেন।
১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া।
আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল সংখ্যা এখন ১১২। ১৩৩টি গোল নিয়ে শীর্ষে রোনালদো।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন