সিলেট সীমান্ত থেকে ধরে নেওয়া ব্যক্তিকে এখনো ফেরত দেয়নি বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে ধরে নেওয়া বাংলাদেশি নাগরিককে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হোসেন আহমদ নামের ওই ব্যক্তিকে বিএসএফ ফেরত না দেওয়ার বিষয়টি সিলেটভিউ-কে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মতর্কা (ওসি) সরকার তোফায়েল আহমদ।


হোসেন আহমদ গোয়াইনঘাট উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল হকের ছেলে।

 

 


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাটের পান্তুমাই সীমান্তের ১২৬৮ নম্বর পিলারের কাছ থেকে হোসনকে বিএসএফ ধরে নিয়ে গিয়েছিল।


পুলিশ জানায়, সীমান্ত এলাকায় হোসেন আহমদ গরু চরাচ্ছিলেন। একটি গরু সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় চলে যায়। এসময় গরুটি আনতে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।


ওসি সরকার তোফায়েল আহমদ জানান, বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় হোসেন আহমদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে ফেরত দেয়নি বিএসএফ। বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে হোসেনকে ফেরত আনার চেষ্টা করছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন