বিশ্বনাথ(সিলেট) থেকে মিজানুর রহমান মিজান::
সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অ্যাপেন্ডিসাইটিস’ অপারেশন কার্যক্রমের যাত্রা শুরু হয়েছ।বুধবার ১৬ অক্টোবর দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের আব্দুল করিমের পুত্র সমর আলীর অপারেশন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘অ্যাপেন্ডিসাইটিস’অপারেশন কার্যক্রম শুরু হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসারটেন্ট (সার্জারী)ডা.সুমিত পুরকায়স্থ ও জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া)ডা.তপদ্দিত ভট্রাচার্য অপারেশন কার্যক্রমটি সুসম্পন্ন করেন।এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘পাইলস-পিসটুলা-হার্নিয়া’রোগের অপারেশন কার্যক্রম চলমান রয়েছে। এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেন সুমন বলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘অ্যাপেন্ডিসাইটিস’ অপারেশন সম্পন্ন করার মাধ্যমে আজ নতুন ইতিহাসের জন্ম হল।ধীরে ধীরে আমরা সার্জারী রোগের অপারেশন সম্পন্ন করতেছি।আশা করি ভবিষ্যতে আমরা অত্যাধুনিক সার্জারী মেশিন আনার মাধ্যমে মানুষকে আরো উন্নত সেবা দিতে পারবো।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন