ভারতকে হারাতে ছোট লক্ষ্যই পেল নিউজিল্যান্ড

প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পরও দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাটিং করেছে তাতেই জয়ের স্বপ্নই দেখেছিল ভারত। তবে চতুর্থ দিনে ৪৬২ রানে অলআউট হয়ে লিড পেয়েছে মাত্র ১০৬ রানের। শেষ দিনে ম্যাচ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১০৭ রান।

চতুর্থ খেলা শেষ হয়েছে অন্তত ২১ ওভার আগে।

কিন্তু নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে মাত্র ৪ বল খেলার পর আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেছে। 

 

প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতের ব্যাটাররা। ৩ উইকেটে ২৩১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন গৌতম গম্ভীরের শিষ্যরা। চতুর্থ উইকেটে সরফরাজ খান ও ঋষভ পন্ত ঝড়ই তুলেছিলেন।

তাদের ১৭৭ রানের জুটি ভারতকে নিয়ে যায় ৪০৮ রান পর্যন্ত। আউট হওয়ার আগে সরফরাজ করেছেন ১৫০ রান। ঋষভ পন্ত কাটা পড়েছেন ৯৯ রানে। কিন্তু দুজনকে হারিয়ে ভারতের উইকেট যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল।

এরপর আর কোনো ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতেই পারেননি। ৪ উইকেটে ৪৩৩ রান থেকে ৪৬২ রানেই অলআউট হয়েছে রোহিত শর্মার দল। ভারতের শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ৫৪ রানে।

 

এর আগে প্রথম ইনিংসে ৫০ রানের নিচে অলআউট হয়ে জেতার রেকর্ড আছে শুধু ইংল্যান্ডের। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেবার প্রথম  ৪৫ রানে অলআউট হয়ে ম্যাচ জিতেছিল ১৩ রানে।

আগামীকাল ভারত জিতলে দ্বিতীয় উদাহরণ হয়ে থাকবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন