সাকিবের বিদায় নিয়ে যা জানালেন শান্ত

সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে এই সংস্করণ থেকে বিদায় নেওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। যদিও শেষ মুহূর্তের নাটকীয়তায় টেস্টটি খেলা হচ্ছে না সাকিবের। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে কানপুর টেস্টকেই এই সংস্করণে সাকিবের শেষ হিসেবে ভাবা হচ্ছিল। 

যদিও আজ টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ভিন্ন কথাই শোনা গেল।

মিরপুর টেস্টে সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন সতীর্থরা। তবে এই টেস্টটি খেলতে আসতে না পারায় তা আর হচ্ছে না। তবে শান্ত জানিয়েছেন সাকিবের বিদায়ী সংবর্ধনা 'পেন্ডিং' থাকছে, 'অবশ্যই পরিকল্পনা ছিলো আমাদের (সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার)। শুধু বাংলাদেশ বলবো না, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় উনি।

খুবই দুর্ভাগ্যজনক যেকোনো কারণে হয়নি (মিরপুর টেস্ট খেলে বিদায় নেওয়া)। আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেকটা খেলোয়াড় মনে করে, এটা (বিদায়ী সংবর্ধনা) পেন্ডিং থেকেই গেলো।' 

 

গত কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটের আলোচিত বিষয় সাকিবের দেশে ফেরা না ফেরা। স্বাভাবিকভাবেই এসব ক্ষেত্রে মনোযোগ ধরে রাখা কঠিন হয় ক্রিকেটারদের।

বিষয়টি স্বীকার করছেন শান্তও, 'সত্যি বললে অবশ্যই কঠিন (মনোযোগ ধরে রাখা)। তবে এটা আমাদের নিয়ন্ত্রনে নেই, এটা নিয়ে চিন্তা করাটা সময় নষ্ট। যত বেশি সম্ভব খেলায় মনোযোগ দেওয়াই ভালো। কারণ আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ দুইটা টেস্ট।'

 

সাকিব একাদশে না থাকলে কম্বিনেশন মেলানোর ঝামেলার কথাও উঠে এসেছে নাজমুলের কথায়, 'এখনো সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে।

অস্বীকার করার কিছু নেই। এই জায়গা ঠিক করতে কিছুদিন সময় লাগবে। তবে আমি মনে করি যে ক্রিকেটাররা আছে, সবার সামর্থ্য আছে যার যে জায়গা থেকে অবদান রাখার।'

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন