হবিগঞ্জের নবীগঞ্জে যুবতী ঝরনাকে ধর্ষণের চেষ্টা ও মোবাইল টাকা ছিনতাই৷ থানায় মামলা দায়ের

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিয়াদিপুর গ্রামের ফেরিওয়ালা অসহায় সংখ্যালঘু এক যুবতীকে ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, টাকা ও মোবাইল ছিনতাই৷ এ ঘটনাটি ঘটেছে গতকাল (১৮ অক্টোবর) সন্ধ্যারাত অনুমান সাড়ে ৭টার দিকে৷
নির্যাতনের শিকার উপজেলার আউশকান্দি ইউনিয়নের চরগাঁও গ্রামের বাসিন্দা মৃত শচীন্দ্র চন্দ্র দাশের কন্যা ঝরনা রানী দাশ(৩৪)।
এ ব্যাপারে সাংবাদিকদের নিকট কান্না জড়িত কন্ঠে বলেন, আমার পিতা বা কোন ভাই নেই, আমি একজন অসহায় মানুষ৷ তাই গ্রামে গ্রামে ফেরি করে হাস মুরগির ডিম ক্রয় করে তা স্থানীয় শেরপুর বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছি৷ প্রতিদিনের মতো বাজার সদাই নিয়ে বাড়িতে ফেরার পথিমধ্যে নজরুল মেম্বারের বাড়ির নিকট আসা মাত্রই জিয়াদিপুর গ্রামের আনুর মিয়ার পুত্র টমটম চালক আলফু মিয়া (২১) আমাকে বাড়ি পৌঁছানোর কথা বলে টমটমে তুলে, এসময় তার অপর সহযোগী একই গ্রামের আব্দুল আলীর পুত্র
ইমন মিয়া (২২) টমটমে বসে থাকা অবস্থায় ঝরনা রানী দাশকে উত্যক্ত করে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং কুপ্রস্তাব দেয়। এতে আমি রাজী না হওয়ায় এক পর্যায়ে টমটম চালক আলফু মিয়া সহ দুই যুবক মিলে আমাকে টেনেহিঁচড়ে পাশ্ববর্তী হাওরের নির্জন ক্ষেতের দিকে নিয়ে যেতে চায় এবং ধস্তাধস্তি করে আমার কাছে থাকা নগদ ৫ হাজার ২ শত টাকা ও একটি বাটন ফোন ছিনতাই করে৷ এসময় আমার আর্ত চিৎকার শোনে লোকজন আসলে তারা পালিয়ে যায়৷
এ ব্যাপারে স্থানীয় লোকজন জানান, মেয়েটির চিৎকারে শুনে গ্রামের মানুষ জড়ো হই। এসময়  উপস্থিত হন স্থানীয় ইউপি সদস্য আমীর
 আলী, ইকবাল হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ পরে মেয়েটি এলাকাবাসীর কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ কান্না জড়িত কন্ঠে দেয়। এমন নেক্কার জনক ঘটনা শুনে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ভিকটিমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাকে প্রেরণ করেন। এঘটনায় শনিবার রাতে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসী অনেকেই দুষ্কৃতকারী ইমন ও আলফু'র বিরুদ্ধে কোন অভিযোগের শেষ নেই। তারা এলাকা এছাড়াও বিভিন্ন স্থানে অনেক গুরুতর অপরাধের সাথে জড়িত রয়েছে৷ আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷

এ ব্যাপারে সচেতন মহল জোর দাবী জানিয়ে বলেন, দ্রুত গতিতে এই অপরাধীদের গ্রেফতার না করলে আইন শৃঙ্খলা বিগ্ন হওয়ার আশংকা রয়েছে।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন