পাকিস্তানে মুক্তি পাচ্ছে শাকিবের ‘তুফান’

বিগত কয়েক বছর ধরে বিদেশে নিয়মিত মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা। এ ধারাবাহিকতায় পাকিস্তানে যাচ্ছে শাকিব খানের ‘তুফান’। বাংলা ভাষায় নয়, সিনেমাটি দেখা যাবে উর্দুতে। ইতিমধ্যে উর্দুতে ডাবিং হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে নির্মাতা রায়হান রাফী।

 

এর আগে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরো কয়েকটি দেশে মুক্তি পায় তুফান। এবার পাকিস্তানে মুক্তির পালা। ১ নভেম্বর দেশটিতে উর্দুতে মুক্তি পাবে ‘তুফান’।

 

 

রায়হান রাফী বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’

সিনেমাটি নির্মান করেছেন রায়হান রাফী।

দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তাঁর সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরও আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে।

গত মাস থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতেও দেখা যাচ্ছে তুফান। 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন