ভারতের ব্যাপক আলোচিত বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর থেকেই নিরাপত্তা হুমকিতে বলিউড মেগাস্টার সালমান খান। মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় মুম্বাইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে।
লাগাতার ভাবে সালমানকে হুমকি দেওয়া, কখনো কখনও বাড়ির বাইরে গুলি চালানো বা কখনও তার বাবা সেলিম খানকে হুমকি, আর সর্বশেষ বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড, সালমান খান যে জীবনের সবচয়ে ভয়াবহ সময়টাই পার করছেন! তবে এসবের মাঝেই কাজে ফিরলেন ভাইজান।
বিগ বস হাউজে এসেই জানালেন তিনি তার কাজে প্রতি দায়বদ্ধ তাই ফিরলেন।
বন্ধু বাবা সিদ্দিকির মৃত্যুর পর সব ধরনের কাজ বন্ধ করে দিয়েছেন সালমান খান। বাদ দিয়েছেন পূর্বঘোষিত সব মিটিং। কিন্তু রিয়েলিটি শো বিগ বসের ঘরে আসতেই হলো অভিনেতাকে।
এসেই জানালেন, কাজ করছেন বাধ্য হয়েই। তিনি শো’টিতে ফিরতেই চাননি। শুধু চুক্তিবদ্ধ রয়েছেন বলেই শুটিংয়ে ফিরতে হয়েছে। তবে জানিয়ে দিয়েছেন, শুটিং ব্যতীত কারও সঙ্গে দেখা করবেন না।
সালমান খান বলেন, ‘আমার এখানে (বিগ বস) আসার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। আসতেও চাইনি। কিন্তু এটা একটা কমিটমেন্ট, তাই আমাকে আসতেই হয়েছে। আমি কারও সঙ্গে দেখা করতে চাইছিলাম না। তবে কাজের জন্য এটা করতে আমি বাধ্য।
’
এদিকে কাজে ফেরার পর বিগ বসের সেটে সালমানের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। তার জন্য আলাদা করে ৬০ জন নিরাপত্তরক্ষী মোতায়েন করা হয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন