জিবিনিউজ 24 ডেস্ক //
একটি মাত্র মিথ্যা কথা। তাও আবার পিজ্জার দোকান নিয়ে। তার জেরে গোটা দক্ষিণ অস্ট্রেলিয়ায় ফের মাথাচাড়া দিল করোনা সংক্রমণ। জারি হল ৬ দিনের জন্য লকডাউন। কিন্তু এমন কিছুই ঘটতো না, যদি এক ব্যক্তি পিজ্জার দোকানে নিজের উপস্থিতি নিয়ে মিথ্যা না বলতেন।
জানা গেছে, ওই ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পর তার কাছে জানতে চাওয়া হয়, গত ক’দিনে কাদের সংস্পর্শে এসেছেন তিনি। সেই ব্যক্তি সত্যিটা চেপে বলেন, এক দোকানে তিনি একবার শুধু একটি পিজ্জা কিনতে গিয়েছিলেন। মাত্র কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন।
পরে প্রশাসন খোজ নিয়ে জানতে পারে, ওই ব্যক্তি পিজ্জার দোকানে দিনের বেশ কিছু সময় কাজ করেন। তার সংস্পর্শে সেখানে অনেক ব্যক্তি এসেছেন। দোকানে তার এক সহকর্মী তার থেকেই করোনা সংক্রামিত হয়েছেন।
প্রশাসন ওই ব্যক্তি নাম জানায়নি। অভিযুক্তর কি কোনও শাস্তি হবে? জবাবে পুলিশ কমিশনার গ্রান্ট স্টিভেনস জানিয়েছেন, এই বিশেষ পরিস্থিতিতে এ ধরনের কাজের জন্য কোনও শাস্তির বিধান নেই। ব্রিটেন ফেরত এক ব্যক্তির প্রত্যক্ষ এবং পরোক্ষ সংযোগে এসে গোটা দক্ষিণ অস্ট্রেলিয়ায় ২৫ জন সংক্রামিত হয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন