মৌলভীবাজার কুশিয়ারায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের কুশিয়ারা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় হামরকোনা যুব-সমাজের উদ্যোগে ঐ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে মোট ১৪টি নৌকা অংশগ্রহণ করে। এ সময় নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুই তীরে জড়ো হোন হাজার হাজার মানুষ। নৌকা বাইচটি আয়োজন করেন, কর্নেল আহমেদ কর্নেল। বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মোট ৪টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে চ্যাম্পিয়ন হয় রাজনগরের শাহ-মোস্তফার তরী নৌকাটি। রানার্সআপ হয় নবীগঞ্জের শাহ পরানের তরী ও তৃতীয় হয় শেরপুরের কুশিয়ারার তরী নৌকা এবং চতুর্থ হয় ওসমানীনগরের কানাই শাহের তরী। প্রতিযোগিতায় ১ম পুরস্কার মোটর সাইকেল, ২য় পুরস্কার ফ্রিজ ও ৩য় পুরস্কার ১টি এলইডি টেলিভিশন এবং ৪র্থ পুরষ্কার ১টি মোবাইল প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন