কুলাউড়ায় এনসি স্কুলের ১১৬ বছর উদযাপনে রেজিস্ট্রেশন শুরু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ১১৬ বছর উদযাপনের উদ্যোগ নিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা৷ এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত সকলে মিলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রাক্তন প্রধান শিক্ষক মুহাম্মদ আমান উল্লাহ’র রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হয়।

 

 

 


বিদ্যালয়ের ১১৬ বছর উদযাপনের আহবায়ক কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মিন্টু এবং ১২ ব্যাচের প্রতিনিধি মাসুদ রানার যৌথ সঞ্চালনায় রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনীতে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক চা বাগান ম্যানেজার মানবেন্দ্র কিশোর দেবরায়, সাবেক ইউপি চেয়ারম্যান এস জামান মতিন, উপজেলা বিএনপি সভাপতি শওকতুল ইসলাম শকু, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজল, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন নোমান, সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মো. রেদোয়ান খাঁন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, রেজিস্ট্রেশন উপকমিটির জহিরুল ইসলাম এশু, ২০০২ ব্যাচের শিক্ষার্থী নাজমুল বারী সোহেল, ২০১১ ব্যাচের শিক্ষার্থী রাহিদ আলম নাঈম, ২০১৫ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ ও ২০২১ ব্যাচের শিক্ষার্থী সাইদুর রহমান নিশান।

 

 

 


সংশ্লিষ্টরা জানান, আগামী ৪ জানুয়ারি নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ১১৬ বছর উদযাপনের লক্ষে এ রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ১০ নভেম্বর পর্যন্ত। যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা অনলাইনে WWW.NC116.COM এ প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন