ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকাডুবি, ২ জনের মৃত্যু

ইংলিশ চ্যানেলের ক্যালাইস উপকূলে স্থানীয় সময় বুধবার সকালে অতিরিক্ত অভিবাসীবোঝাই নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪৬ জনকে। উদ্ধার অভিযান এখনো চলছে। তারা ফ্রান্স থেকে ব্রিটেন যাওয়ার চেষ্টা করছিল।

  ফরাসি সামুদ্রিক কর্তৃপক্ষ এসব জানিয়েছে।

 

নৌকাডুবির পর ফ্রান্সের বুলোন-সুর-মেয়ার শহরের প্রসিকিউটর একটি তদন্ত শুরু করেছেন। উদ্ধার অভিযানে দুটি নৌকা ও একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়। পাশাপাশি ক্যালেইসে একদল চিকিৎসক মোতায়েন করা হয়।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে আরেকটি নৌকা ডুবে একটি শিশুর মৃত্যুর পর এ দুর্ঘটনা ঘটল। সর্বশেষ এ নৌকাডুবির ঘটনায় এই বছরের চ্যানেল পার হওয়ার সময় অভিবাসীদের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।

 


 

একজন সাধারণ নাগরিক সমুদ্রে লাইফ জ্যাকেট দেখতে পান। এর পরই এই উদ্ধার অভিযান শুরু হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রাথমিক উদ্ধার অভিযানে ৪৮ জনকে উদ্ধার করে উদ্ধার জাহাজে তোলা হয়। এদের মধ্যে দুজন অচেতন ব্যক্তিকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের ক্যালাইসে মৃত ঘোষণা করা হয়।

 

জাতিসংঘের একটি সংস্থার মতে, ২০২৪ সাল ইতিমধ্যে ইংলিশ চ্যানেলে অভিবাসী পারাপারের জন্য সবচেয়ে মারাত্মক বছর হয়ে উঠেছে। ৩ সেপ্টেম্বর ফরাসি উপকূলের কাছে একটি নৌকা ডুবে যাওয়ার পর ছয় শিশু, একজন গর্ভবতী নারীসহ মোট ১২ জন নিহত হয়।

এক মাস পর চারজন দুটি পৃথক নৌকায় মারা যায়, যার মধ্যে একটি দুই বছরের বাচ্চাও ছিল।

 


 

১৮ অক্টোবর ১০টি ছোট নৌকায় ৬৪৭ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে পৌঁছয়। ২০২৪ সালে এ সংখ্যা ইতিমধ্যে ২৮ হাজার ২০০ ছাড়িয়েছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি, তবে ২০২২ সালের তুলনায় ২৫ শতাংশ কম। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তিনি যুক্তরাজ্যে মানুষকে পাচারের জন্য কাজ করা গ্যাংগুলোকে নির্মূল করতে আরো কঠোর ব্যবস্থা নেবেন।

সূত্র : বিবিসি

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন