সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম,,
গতকাল ২৩শে অক্টোবর বুধবার মৌলভীবাজার জেলা শহরের বেঙ্গল কনভেনশন হলে আত-তা'লিম কতৃক আয়োজিত "যুব সমাবেশ-২০২৪"/ "Youth Convention -2024" বিপুল উৎসাহ - উদ্দিপনার মধ্যে দিয়ে দুপুর ১২টা থেকে রাত ৯টা পযর্ন্ত অনুষ্ঠিত হয়েছে।
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবার ছিলো ৩য় জমকালো আয়োজন। আলেমদের সহোবত পাওয়া ও দ্বীন শিক্ষা ছিলো এই যুব সমাবেশ ২০২৪ এর প্রধান উদ্যেশ্য। দরাজ গলা, সময়োপযোগী কবিতা সহ সঞ্চালকের দায়িত্ব পালন করেন মীম সুফিয়ান। ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের বিখ্যাত আলেম ও আলোচক যথাক্রমে মুফতি জসিম উদ্দিন রহমানি, মুফতি হারুন ইযহার, মুফতি কামরুল ইসলাম, মুফতি রুহুল আমিন, মাওলানা আবদুল্লাহ আল মনসুর ও অধ্যাপক মাওলানা আব্দুস সবুর। সম্মানীত বক্তারা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন, তারমধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিলো, সমাজের প্রচলিত কিছু শিরক ও আমাদের করণীয়। কিভাবে জীবন থেকে বারাকাহ হারিয়ে যায়। দ্বীন কায়েমের সঠিক পথ ও পদ্ধতি। মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো এবং আদর্শ সমাজ গঠনে মুসলিম যুবকদের ভূমিকা। এছাড়াও অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো নাশীদ সন্ধ্যা। প্রখ্যাত নাশীদ শিল্পিদের মধ্যে ছিলেন শেখ এনাম, মুজাহিদ বুলবুল ও অন্যান্যরা। অনুষ্ঠানের সহযোগী ছিলো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার, এক্স রোটার্যাক্টরস গ্রুপ অফ মৌলভীবাজার সহ মৌলভীবাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন