সিলেট জেলার শীর্ষ স্থানীয় নেতাকর্মীর সাথে ছাত্রলীগ নেত্রী তাছলিমা বেগমও এখন যুক্তরাজ্যে

আবদুর রশিদ|| সিনিয়র রিপোর্টার লন্ডন ||

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, শেখ হাসিনার সরকারের পতনের দিন ৫ আগস্ট বিকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা সহ

বৃহত্তর সি‌লে‌টের আওয়ামী লীগ নেতা‌দের অনেকেই চলে গেছেন পার্শ্ববর্তী দেশ ভারতে।  যাদের পাসপোর্টে অন্যান্য দেশের ভিসা ছিল তারা চলে গেছেন অন্য গন্তব্যে । বিশেষ করে যাদের ব্রিটিশ পাসপোর্ট, কিংবা দেশীয় পাসপোর্টে ব্রিটেনের ভিসা লাগানো ছিল তারা যুক্তরাজ্যে চলে এসেছেন। এরই মধ্যে সিলেটের প্রায় দুই ডজন নেতাকর্মী যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। কেউ কেউ চলে গেছেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সিলেট জেলা ছাত্রলীগ নেত্রী তাছলিমা বেগমও পাড়ি দিয়েছেন যুক্তরাজ্যে। তাছলিমা বেগম শিবরামপুর গ্রামের উসমানপুর ইউনিয়নের ওসমানীনগর উপজেলার বাসিন্দা। তার বাবা মোঃ আব্দুল ফারুকও আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয়। ভূমিকা পালন করেছেন। তাদের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যার কারণে তাছলিমা বেগম যুক্তরাজ্যে অবস্থান করছেন।

 

 এ ছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় ‘ভারত হয়ে সবার আগে যুক্তরাজ্যে পৌঁছান সিলেট সিটি করপোরেশনের অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর আসেন সিলেট-৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এরপর যারা ভারতসহ বিভিন্ন গন্তব্য থেকে যুক্তরাজ্যে এসে পৌঁছান তাদের মধ্যে রয়েছেন, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী,  সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিৎ সরকার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বির আলী, জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এ হান্নান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাহির, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, যুবলীগ নেতা রুহুল আমিন ওরফে শিবলু, বাঘা ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, যুবলীগ নেতা সামস উদ্দীন। জানা গেছে, সরকারের পতনের পর সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার কানাডায় পাড়ি জমিয়েছেন। দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্রে গেছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম। যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি এলিম চৌধুরী। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এমদাদ রহমান বর্তমানে অবস্থান করছেন দুবাইয়ে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন