মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি-ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ায় ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম দিয়ে জুতা বানিয়েছেন ফিলিস্তিনের এক কারিগর। তার নাম ইমাদ হাজ মুহাম্মদ। তিনি নিজেই এই জুতার ডিজাইন করেছেন।
ইমাদ হাজ জানিয়েছেন, ট্রাম্পের সিদ্ধান্তে ঘৃণা প্রকাশ করে তিনি এ জুতার ডিজাইন করেছেন। তিনি বলেন, ‘আরব সংস্কৃতিতে সবচেয়ে ঘৃণার বস্তু হলো জুতা। তাই ডোনাল্ড ট্রাম্পের নাম এই জুতার ওপর লিখেছি। এটা করেছি ঘৃণার মাত্রাটা বোঝাতে।’
বেলফোর চুক্তি নিয়েও বিরক্ত ইমাদ হাজ। ট্রাম্পের নাম লেখা জুতায় তিনি বেলফোর শব্দটিও লিখেছেন। এসব জুতার দাম পড়ে প্রায় ৬৫ ডলার।
ইমাদ আরও বলেন, ‘বেলফোর আর ট্রাম্প দুটোর মধ্যেই মিল রয়েছে। দুটোই আমাদের শত্রু। ব্রিটিশদের বেলফোর চুক্তির কারণে আমরা আমাদের ভূমি হারানো শুরু করেছিলাম। ওই চুক্তির পর থেকেই ইহুদিরা আমাদের ভূমি দখল শুরু করে। আর ট্রাম্প এসেই আমাদের পবিত্র ভূমি জেরুজালেম ছিনিয়ে নিয়েছেন ইহুদিদের জন্য।’
বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন নাগরিকদেরও এই ক্ষোভে শামিল হতে আহ্বান জানিয়েছেন ইমাদ হাজ মুহাম্মদ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন