ভিনিসিয়ুসের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর দায়ে ৪ জন গ্রেপ্তার

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণার জন্য দায়ী চারজনকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়ালের ম্যাচের পর ভিনিসিয়ুসকে নিয়ে ঘৃণাসূচক প্রচারণায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তিনটি অভিযোগে দায়ের করেছিল লা লিগা কর্তৃপক্ষ। তদন্ত শুরুর পর এবার চারজনকে গ্রেপ্তার করা হলো।

স্পেনের পুলিশ ইএসপিএনকে নিশ্চিত করেছে, ‘গ্রেপ্তারকৃতরা ভিনিসিয়ুসকে লক্ষ্য করে অপমানসূচক ও বর্ণবাদী মন্তব্য করতে ভক্তদের স্টেডিয়ামে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উসকানি দিয়েছিল।

ভক্তদের স্টেডিয়ামে মুখোশ পরে যেতে বলা হয়েছিল যেন তাদের কেউ চিহ্নিত করতে না পারে।’

 

২৪ বছর বয়সি ভিনিসিয়ুস ২০১৮ সালে স্পেনে আসার পর থেকে প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছ থেকে প্রায়শই বর্ণবাদী নির্যাতনের শিকার হচ্ছেন। গত ডিসেম্বরে একটি সেতুর সঙ্গে ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা টাঙানোর পর চার অ্যাতলেতিকো ভক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত বছরের জুনে লা লিগার ম্যাচ খেলার সময় ভিনিসিয়ুসকে জাতিগতভাবে গালি দেওয়ার জন্য তিন ভ্যালেন্সিয়া সমর্থককে আট মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয়।

 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন