লেবাননে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় পাঁচ ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত এবং ১৯ জন আহত হয়েছে বলে সামরিক বাহিনী ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে আজ শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে।

নিহত সেনারা হলেন বেইত ইতঝাক-শা'আর হেফার এলাকার বাসিন্দা মেজর ডান মাওরি (৪৩), জেরুজালেমের বাসিন্দা ক্যাপ্টেন আলন সাফরাই (২৮), বাট হেফের থেকে আসা ওয়ারেন্ট অফিসার ওমরা লোতান (৪৭), শমরাট থেকে ওয়ারেন্ট অফিসার গাই ইডান (৫১) এবং এইন হাবেসোরের বাসিন্দা মাস্টার সার্জেন্ট টম সেগাল (২৮)।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, দক্ষিণ লেবাননের একটি গ্রামের ভবনে হিজবুল্লাহর রকেট আঘাত হানে।

আঘাত হানা ভবনের পাশে সেনারা দাঁড়িয়ে ছিলেন। সেখানে তখন নিহত সেনারা রসদ সরবরাহ গ্রহণ করছিল। সরঞ্জাম সরবরাহের জন্য মিটিং পয়েন্টে রকেটের একটি ব্যারাজ নিক্ষেপ করা হয়েছিল বলে জানায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় লজিস্টিক কনভয়ের সদস্যরাও আহত হয়েছেন।

 

 

হামলায় আহত ১৯ জনের মধ্যে চার সেনার অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে দক্ষিণ লেবাননে যুদ্ধের সময় গুরুতর আহত অন্য একজন সংরক্ষকসহ আহত রিজার্ভস্টদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন