আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ে কর্মশালা-২০২৪ এর উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি \ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে জেলা পর্যাযে বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ে জেলা কর্মশালা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) সকালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প(১ম সংশোধিত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী,ঢাকা এর আয়োজনে শহরে একটি হোটেলের হলরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মো: মাহবুবুল হক পাটওয়ারী, অতিরিক্ত সচিব, পরিকল্পনা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মোহাম্মদ এনামুল হক, যুগ্ম সচিব, পরিকল্পনা-২ অধিশাখা, কৃষি মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, অধ্যক্ষ,কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিম নগর, সিলেট । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো: মতিউজ্জামান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অ্ধসঢ়;ঞ্চলের মনিটারিং অফিসার আব্দুল মন্নানের পরিচালনায় স্বাগতিক বক্তব্য রাখেন, শামাছু উদ্দিন আহমদ উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর মৌলভীবাজার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প পরিচালক রকিব উদ্দিন প্রমুখ। কর্মশালায় কৃষি অঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষি উদ্যক্তা,সংবাদকর্মী ও কৃষান/কৃষাণী উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন