আমেরিকা পুরোপুরি প্রস্তুত প্রথম মহিলা প্রেসিডেন্টকে গ্রহণ করতে-

হাকিকুল ইসলাম খোকন ,,

অধিকাংশ জমমত সমীক্ষাতেই রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের থেকে তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা এগিয়ে রয়েছেন।আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হবে আমেরিকায়। প্রথম মহিলা প্রেসিডেন্টকে গ্রহণ করে নিতে আমেরিকা পুরোপুরি প্রস্তুত বলে  এনজেবিডিনিউজ এডিটর মোঃ নাসির মনে করেন বলে বাপসনিউজকে বলেছেন ।মধ্যবিত্ত পরিবারের ও ইউনিয়ন ওয়ার্কারের জন্য ডেমোক্র্যাট সব সময় ভালো ।প্রেসিডেন্ট নির্বাচনের দু’সপ্তাহ আগে একটি টিভি চ্যানেলকে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, ‘‘ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দৃষ্টিভঙ্গির কারণে মানুষ এখন বিরক্ত।আমেরিকার নির্বাচনী প্রচারে এ বার পর্নতারকারা। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন তাঁরা।পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার গুঞ্জন। আর সে কথা পাঁচকান হওয়া আটকাতে মোটা টাকা দেওয়ার প্রস্তাব নীল ছবির নায়িকাকে। শুধু তা-ই নয়, ঘুষের ব্যাপারটি গোপন রাখতে ব্যবসায়িক সংস্থার নথিপত্র জালিয়াতির অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। নির্বাচনের মুখে ফের এক বার সেই ‘পর্ন কাঁটা’য় বিদ্ধ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।যা ট্রাম্পের প্রতিপক্ষ তথা বর্তমান ভাইস প্রাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হবে আমেরিকায়। অধিকাংশ জমমত সমীক্ষাতেই রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের থেকে তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা এগিয়ে রয়েছেন। এ বারের প্রেসিডেন্ট নির্বাচনে সাতটি ‘দোদুল্যমান’ প্রদেশের জনমত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন ভোট-পণ্ডিতদের একাংশ।এই সাতটি প্রদেশের মধ্যে মিশিগান, উইসকনসিন এবং নেভাদায় ১ শতাংশ ব্যবধান এগিয়ে কমলা। অন্য দিকে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনায় ১ পয়েন্টে এগিয়ে ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন। এ বার জয়ী হলে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ারও নজির তৈরি করবেন তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন