রিয়াল-বার্সা দ্বৈরথ, পরিসংখ্যানে কে এগিয়ে?

দুই স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাদের দ্বৈরথ নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে অপেক্ষায় থাকে পুরো ফুটবলবিশ্ব। সাম্প্রতিক ফর্মও এবার জমিয়ে তুলেছে দুই জায়ান্টের লড়াই।

 

সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হবে দুই দল। ম্যাচটা হবে রাত ১টায়। এই ম্যাচই নির্ধারণ করে দিতে পারে লা লিগা শিরোপার সম্ভাব্য গতিপথও। 

নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে মাঠে দারুণ সময় কাটাচ্ছে বার্সেলোনা।

লা লিগায় ১০ ম্যাচে ৯ জয়ে লিগের শীর্ষে এখন কাতালানরা। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-১ গোলের অসাধারণ জয়ের তরতাজা আত্মবিশ্বাস সঙ্গী করেও মাঠে নামবেন রাফিনিয়া, রবার্ত লেভানদোস্কি, লামিনে ইয়ামালরা। 

 

রিয়াল এখনো কোনো ম্যাচ হারেনি ঘরোয়া লিগে। বার্নাব্যুতেই চার দিন আগে চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ ব্যবধানে হারিয়েছে লস ব্লাংকোসরা।

রিয়ালের জার্সিতে হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্সার হয়ে হ্যাটট্রিক করেছেন রাফিনিয়াও। 

 

তবে সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকোর দ্বৈরথের গল্পটা যদিও বড্ড একেপেশে। সর্বশেষ চারটি এল ক্লাসিকোতে জয়ের হাসি রিয়ালেরই। বল মাঠে গড়ানোর আগে একনজরে দেখে নেওয়া যাক কী বলছে পরিসংখ্যান:

এল ক্লাসিকোর বয়স ১২২ বছর।

১৯০২ সাল থেকে শুরু হওয়া এই দ্বৈরথে এ পর্যন্ত ২৫৭টি এল ক্লাসিকো আয়োজন করা হয়েছে। যেখানে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের ১০৫ জয়ের বিপরীতে বার্সার জয় ১০০ ম্যাচে। বাকি ৫২ ম্যাচ ড্র হয়েছে। ১৯২৯ সাল থেকে শুরু হওয়া লা লিগায়ও এগিয়ে রিয়াল। ১৮৮ ম্যাচে রিয়ালের ৭৯ জয় আর বার্সেলোনার ৭৪। ড্র করেছে ৩৫টি ম্যাচ। প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে দুই দল প্রদর্শনী ম্যাচ খেলেছে ৪৩টি। সেখানে রিয়ালের ৪ জয়ের বিপরীতে ১৯টি জিতেছে বার্সা। 

 

দুই দলের দ্বৈরথে বার্সেলোনা গোল করেছে ৪১৯টি। রিয়ালের গোলসংখ্যা ৪৩৩। ঘরের মাঠে জেতায়ও এগিয়ে রিয়াল। তাদের ৬৬ জয়, আর বার্সার ৬৩। 

এল ক্লাসিকোতে পাঁচজন সর্বোচ্চ গোলদাতার মধ্যে তিনজন রিয়ালের এবং দুজন বার্সেলোনার। সবচেয়ে বেশি গোল করেছেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড লিওনেল মেসি। ২০০৫ সাল ২০২১ সাল পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল। এর মধ্যে রয়েছে দুটি হ্যাটট্রিকও। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং ডি স্টেফানো। ১৬ ও ১৫টি করে গোল করেছেন করিম বেনজেমা ও রাউল গঞ্জালেস। তবে সবাই এখন দুই দলের অতীত। 

এল ক্লাসিকো, পরিসংখ্যানে কে এগিয়ে?

দুই স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাদের দ্বৈরথ নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে অপেক্ষায় থাকে পুরো ফুটবলবিশ্ব। দু’দলের সাম্প্রতিক ফর্মও এবার জমিয়ে তুলেছে লড়াই।

সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হবে দুই দল। ম্যাচটা হবে রাত ১টায়। এই ম্যাচই নির্ধারণ করে দিতে পারে লা লিগা শিরোপার সম্ভাব্য গতিপথও। 

নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে মাঠে দারুণ সময় কাটাচ্ছে বার্সেলোনা। লা লিগায় ১০ ম্যাচে ৯ জয়ে লিগের শীর্ষে এখন কাতালানরা। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-১ গোলের অসাধারণ জয়ের তরতাজা আত্মবিশ্বাস সঙ্গী করেও মাঠে নামবেন রাফিনিয়া, রবার্ত লেভানদোস্কি, লামিনে ইয়ামালরা। 

রিয়াল এখনো কোনো ম্যাচ হারেনি ঘরোয়া লিগে। বার্নাব্যুতেই চার দিন আগে চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ ব্যবধানে হারিয়েছে লস ব্লাংকোসরা। রিয়ালের জার্সিতে হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। বার্সার হয়ে হ্যাটট্রিক করেছেন রাফিনিয়াও। 

তবে সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকোর দ্বৈরথের গল্পটা যদিও বড্ড একেপেশে। সর্বশেষ চারটি এল ক্লাসিকোতে জয়ের হাসি রিয়ালেরই। বল মাঠে গড়ানোর আগে একনজরে দেখে নেওয়া যাক কী বলছে পরিসংখ্যান:

 

এল ক্লাসিকোর বয়স ১২২ বছর। ১৯০২ সাল থেকে শুরু হওয়া এই দ্বৈরথে এ পর্যন্ত ২৫৭টি এল ক্লাসিকো আয়োজন করা হয়েছে। যেখানে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের ১০৫ জয়ের বিপরীতে বার্সার জয় ১০০ ম্যাচে। বাকি ৫২ ম্যাচ ড্র হয়েছে। ১৯২৯ সাল থেকে শুরু হওয়া লা লিগায়ও এগিয়ে রিয়াল। ১৮৮ ম্যাচে রিয়ালের ৭৯ জয় আর বার্সেলোনার ৭৪। ড্র করেছে ৩৫টি ম্যাচ। প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে দুই দল প্রদর্শনী ম্যাচ খেলেছে ৪৩টি। সেখানে রিয়ালের ৪ জয়ের বিপরীতে ১৯টি জিতেছে বার্সা। 

 

দুই দলের দ্বৈরথে বার্সেলোনা গোল করেছে ৪১৯টি। রিয়ালের গোলসংখ্যা ৪৩৩। ঘরের মাঠে জেতায়ও এগিয়ে রিয়াল। তাদের ৬৬ জয়, আর বার্সার ৬৩। 

এল ক্লাসিকোতে পাঁচজন সর্বোচ্চ গোলদাতার মধ্যে তিনজন রিয়ালের এবং দুজন বার্সেলোনার। সবচেয়ে বেশি গোল করেছেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড লিওনেল মেসি। ২০০৫ সাল ২০২১ সাল পর্যন্ত ৪৫ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল। এর মধ্যে রয়েছে দুটি হ্যাটট্রিকও। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং ডি স্টেফানো। ১৬ ও ১৫টি করে গোল করেছেন করিম বেনজেমা ও রাউল গঞ্জালেস। তবে সবাই এখন দুই দলের অতীত। 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন