মৌলভীবাজারের কুলাউড়ায় কিন্ডারগার্টেন টিচার্স ফোরামের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

কুলাউড়া প্রতিনিধি ,,

মৌলভীবাজারের কুলাউড়ায় কিন্ডারগার্টেন টিচার্স ফোরাম (কেটিএফ) গঠন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে সী-বার্ড কেজি অ্যান্ড হাই স্কুলে কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়।

 

 

কুলাউড়া আনন্দবিদ্যাপীঠের সুজিত দেবের সভাপতিত্বে ও রবিরবাজার নোবেল একাডেমির বাবুল আহমদের পরিচালনায় সভায় আলোচনা-পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

পরিষদের দায়িত্বশীলরা হলেন- সভাপতি সুজিত দেব, সহসভাপতি সৈয়দ জাবির হোসেন, আব্দুল খালিক সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সৈয়দ আবুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, মো. ফেরদৌসুর রহমান চৌধুরী তাফিন যুগ্ম সাধারণ সম্পাদক, জয়ন্ত গোস্বামী কোষাধ্যক্ষ, মো. মোবারক আলী কোষাধ্যক্ষ (উত্তর ক্লাস্টার), মো. আল আমিন কোষাধ্যক্ষ (দক্ষিণ ক্লাস্টার), মাহবুব খান ক্লাস্টার সেক্রেটারি (উত্তর), ঝুমা রানী নাথ ক্লাস্টার সেক্রেটারি (মধ্য), মো. ইমদাদুর রহমান ক্লাস্টার সেক্রেটারি (দক্ষিণ), দীপক চন্দ্র দাস প্রচার ও প্রকাশনা সম্পাদক, কে এম ইসমাইল সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. আলা উদ্দিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মো. হেলাল মিয়া সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মো. ইসমাইল হোসেইন ধর্মবিষয়ক সম্পাদক ও কানাই লাল কৌল সহধর্মবিষয়ক সম্পাদক।

শিউলি রাণী দেবী, মো. রবিউল ইসলাম, লিপন কুমার দাস রিপন, সুমি আক্তার, হেলাল আহমদ, শ্রীবাস দত্ত, মাহমুদুল হাসান সুমন, মো. আতিকুর রহমান, শিমুল দেব, নিখিল বর্ধন, মো. নজরুল ইসলাম ও মোছা. জয়নুন নাহারকে কার্যকরী পরিষদ সদস্য মনোনীত করা হয়। এ ছাড়াও মোহাম্মদ মাসুক, আবুল মনসুর, মো. সিরাজুল ইসলাম, মো. ইসহাক আলীকে উপদেষ্টা মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

 

উল্লেখ্য, গত ৫ অক্টোবর কুলাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলার ১১০টি স্কুল প্রধানদের নিয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কুলাউড়া আনন্দবিদ্যাপীঠের সুজিত দেবকে সভাপতি, রবিরবাজার নোবেল একাডেমির বাবুল আহমদকে সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাজার কুসুমকলি কেজি অ্যান্ড জুনিয়র স্কুলের জয়ন্ত গোস্বামীকে কোষাধ্যক্ষ মনোনীত করে সমন্বয়কগণকে পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠনের অনুমোদন দেওয়া হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন