এএফসি অনূর্ধ্ব-১৭, আফগানিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফিলিপাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছিল বাংলাদেশ দল। আজ আফগানিস্তানের বিপক্ষে জিততে পারলে সম্ভাবনা আরও উজ্জ্বল হতো। তবে সেই আশায় গুঁড়েবালি।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে এগিয়ে গিয়েও যে শেষে ৩-২ ব্যবধানে পরাজয় সঙ্গী হয়েছে বাংলাদেশের।

এতে টুর্নামেন্টের মূল পর্বে খেলার স্বপ্নও শেষ হয়েছে যুবাদের। বাছাইপর্বেই বাড়ির টিকিট ধরতে হচ্ছে বাংলাদেশি কিশোরদের।

 

নমপেনে আজ জয় পেতে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড পেয়েছিল কোচ সাইফুল বারি টিটুর শিষ্যরা।

বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছিলেন মিঠু চৌধুরি। তবে ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ২৯ মিনিটে দূরপাল্লার দারুণ এক শটে আফগানিস্তানকে ম্যাচে ফেরান ইয়াসির শাফি।

 

প্রতিপক্ষ সমতায় ফিরলেও বিরতিতে যাওয়ার আগে ঠিকই আবারো লিড নেয় বাংলাদেশ।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ২-১ লিড এনে দেন মোর্শেদ আলী। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নেওয়া কর্নার  থেকে সতীর্থ শফিক রহমান তাকে বল দিলে গোল করতে ভুল করেননি মোর্শেদ।

 

বিরতির পর ব্যবধান ৩-১ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ৫৫ মিনিটে মোহাম্মদ মানিকের নিশ্চিত গোলের হেডটি বাঁচিয়ে দেন আফগান গোলরক্ষক আবদুল রহিম রাসূলি। বিপদ থেকে রক্ষা পাওয়ার ৯ মিনিট পরেই সমতায় ফেরে আফগানিস্তান।

৬৪ মিনিটে আফগানিস্তানকে সমতায় ফেরান মোহাম্মদ মিলাদ নূরি।

 

নূরির গোলের ৬ মিনিট পর বাংলাদেশের হাত থেকে ম্যাচটাই ছিনিয়ে নেন বদলি নামা আরাশ আহমাদি। ৭০ মিনিটে দলকে জয়সূচক গোল এনে দেন আফগান ফুটবলার। শেষ দিকে বাংলাদেশ অনেক চেষ্টা করেও হার এড়াতে পারেনি। এতে করে গ্রুপ ‘বি’ তে সমান দুই জয়-পরাজয়ের সান্ত্বনা নিয়েই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে কম্বোডিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ ফিলিপাইন ও ম্যাকাওয়ের বিপক্ষে জয় পেয়েছিল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন