তেহরানে ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা হামলা চালাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমি আশা করি এটাই শেষ। খবর দ্য গার্ডিয়ানের।
ইরানে হামলার কথা যুক্তরাষ্ট্রকে আগে থেকেই জানিয়েছিল উল্লেখ করে বাইডেন বলেন, তারা (ইসরায়েল) সামরিক স্থাপনা ছাড়া অন্য কোথাও হামলা করেনি।
ইরান-ইসরায়েল উত্তেজনায় চাপা পড়ে যাওয়া গাজা যুদ্ধবিরতি আলোচনা বাইডেন প্রশাসন পুনরুজ্জীবিত করার আপ্রাণ চেষ্টা করছে বলেও জানান তিনি।
এর আগে শনিবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান ও এর আশপাশে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের চার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। চোরাগোপ্তা হামলার পরিবর্তে এই প্রথম ইরানে সরাসরি হামলা চালাল দেশটি।
ছোট মাত্রার এই হামলায় একদিকে যেমন ইসরায়েলের কট্টরপন্থীদের ইরানে হামলার দাবি পূরণ হয়েছে, অন্যদিকে পাল্টা হামলা এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে ইরানের সামনে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন