কুলাউড়া প্রতিনিধি ,,
মৌলভীবাজারের কুলাউড়ার চার্চ অফ গড লুমডনবক মিশনে বেসরকারি প্রতিষ্ঠানে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ০-৫ বছর বয়সী শিশুদের অপুষ্টি রোধ এবং মৃত্যুহার হ্রাস করা নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ১৬ জন অপুষ্টি শিশুর অভিভাবকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
লুমডনবক ডেভলপম্যান্ট ফাউন্ডেশনের সমন্বয়কারী ডেন্টিনা মারলিয়ার সভাপতিত্বে এবং প্রকল্প ব্যাবস্থাপক মি. পিউস প.স্না এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চার্চ অফ গড লুমডনবক মিশনের পরিচালক মিসেস লাভলী সুছিয়াং।
বক্তব্যে তিনি বলেন, পুষ্টি নিয়ে আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। অনেকে পেটভরে খাওয়াকেই প্রধান মনে করেন। কিন্তু বিভিন্ন খাবারে বিভিন্ন পুষ্টি আছে। ভাতের পাশাপাশি পরিমাণমতো ডাল, মাছ, মাংস শাকসবজি, ডিম, দুধ, ফলমূল শরীরের জন্য অত্যন্ত জরুরি। এ জন্য পুষ্টিকর খাবার সবার দরকার।
তিনি আরও বলেন, আমাদের উদ্যোগে চা বাগানগুলোতে ব্যাপকভাবে অপুষ্টি দূর হয়েছে। কিন্তু আমাদের এলাকায় খর্বাকৃতি শিশুর সংখ্যা অন্যান্য এলাকা থেকে বেশি। অপুষ্টি দূর করার জন্য শিক্ষা, পরামর্শ, প্রশিক্ষণ, সচেতনতা সৃষ্টি, আয় বৃদ্ধিকরণের উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রকল্পের এলসিসি চেয়ারম্যান মৃত্যুঞ্জয় তালুকদার, হিসাবরক্ষক এডেন্টিনা লামিন, সমাজকর্মী ঊর্মিমালা রিছিল, সিএসপি ও ইসিডি ইমপ্লিম্যান্টর আলমিনা খংটাংকুট ও ইউরেকা লাংছিয়াং, শিক্ষক সৌরভ তপ্ন, মুক্তি চিসিম,রাহেল মুন্ডা, হান্না মুন্ডা প্রমুখ।
বিতরণকৃত উপকরণগুলোর মধ্যে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, নুডুলস ১ প্যাকেট , চানা ১ কেজি, আলু ৫ কেজি, ডিম ১২টি, চিনি ১ কেজি, দুধ ৫০০গ্রাম , আটা ২ কেজি, সুজি ৫০০ গ্রাম ও ১ কেজি করে লবণ দেওয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন