৪১-এ পা দিয়ে বাঁধন যা বললেন

জনপ্রিয় ও গুণী অভিনেত্রী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন। পরবর্তীতে তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সঙ্গে ২০১০ সালে ‘নিঝুম অরণ্যে’ নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর নাটকে অভিনয় করেছেন অনেক বছর।

জীবনে নানা চড়াই-উতরাই পার করেছেন এই অভিনেত্রী। বিয়ে ও সন্তান নিয়ে আদালত অবধি যেতে হয়েছে তাকে।

 

অবশ্য এসব ছাপিয়ে বাঁধন হয়ে উঠেছেন সবার প্রিয়। কারণ তার  অনবদ্য অভিনয়।

কিছুদিন আগে ‘রেহানা মারিয়ম নূর’ সিনেমা দিয়ে কান চলচ্চিত্র উৎসব মাতিয়ে এলেন তিনি। নিয়মিত নাটকের বাইরে চলচ্চিত্রেই যেন আলাদা হয়ে উঠেছেন বাঁধন। ওটিটিতেও রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। সুনাম আর অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন দেশের বাইরের।

বলিউডের ছবিতে অভিষেক হয়েছে তারা।

 

তবে এসবের বাইরেও সামাজিক নানা কাজে দেখা যায় তাকে। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে ভয়াল বন্যা পরিস্থিতিতেও সক্রিয় অবস্থানে থেকেছেন বাঁধন। দেশে সেবামূলক, নারী ও শিশুদের জন্য কল্যাণমুখী নানা কর্মকাণ্ডেও যুক্ত তিনি।

১৯৮৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন বাঁধন।

যদিও বাবার চাকরির সুবাদে রাজবাড়ী, ভোলাসহ দেশের বিভিন্ন জেলায় বেড়ে উঠেছেন তিনি।। সে হিসেবে ৪০ বছর পেরিয়ে ৪১তম বছরে পা দিলেন এই অভিনেত্রী।

 

এই বিশেষ দিনে নিজের অতীত ও পরিশ্রমসহ নানা বিষয়ে কিছু অজানা কথা মাঝে ভাগ করে নিলেন অভিনেত্রী। সেই সঙ্গে তিনি বলে দিলেন, জীবনে বয়স কোনো ব্যাপার না, ৪০ বছরে পা দিয়েও তিনি জীবন শুরু করলেন মাত্র।

জন্মদিনের প্রথম প্রহরে সোশ্যাল হ্যান্ডেলে বাঁধন জানিয়ে দিলেন, ‘কী বিস্ময়কর এক ভ্রমণ ছিল! তবে সব সময় সেটি মসৃণ ও শান্তিপূর্ণ ছিল না; বেশির ভাগই উৎকণ্ঠা আর বন্ধুর ছিল। কখনো জিতেছি, ব্যর্থ হয়েছি, কেঁদেছি, হেসেছি, সংগ্রাম করেছি, অর্জন করেছি এবং জীবনের ৪০ বছর শেষে এই বাঁধনই আছি! আমি সত্যিই বিশ্বাস করি এটা জীবনের শুরু মাত্র! নিজেকে নিয়ে আমি বেশ গর্বিত এবং আমি আমার মতোই থাকব সব সময়।’

বাঁধন আরো লেখেন, ‘জীবনের শুরু থেকেই এটি আমি বিশ্বাস করি যে, আমি নিজেকে নিয়ে গর্বিত। এবং আমি আমার জন্য সর্বদা নিবেদিত।’

শেষে এক বাক্যে বিশেষ এক কথায় বাঁধন লেখেন, ‘যখন আমি চুপ থাকি, এর মানে নিশ্চয়ই নতুন কিছু আসছে। শুধু অপেক্ষা করুন।’

চলতি বছরের শুরুর দিকে শোনা গিয়েছিল টলিউড নির্মাতা প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি ফিল্ম ‘ফেয়ার অ্যান্ড আগলি’র একটি গল্পে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বাঁধন। তবে কি নীরবতা শেষে এই সিনেমার চমক নিয়েই সামনে দাঁড়াবেন বিপ্লবী বাঁধন।

উল্লেখ্য, লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন আজমেরী হক বাঁধন। অভিনয় ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন