নেপালকে হারিয়ে সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার শিরোপা ধরে রাখার মিশন বাংলাদেশের। ৩০ অক্টোবরের ফাইনালে আবার প্রতিপক্ষ ২০২২ সাফের রানার্সআপ নেপাল।
ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ।
এ জন্য শ্রেষ্ঠত্বের ফাইনালে নিজেদের সর্বোচ্চটুকু নিংড়ে দিতে চায় বাংলাদেশের মেয়েরা। আজ সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন আফিদা খন্দকার। ডিফেন্ডার বলেছেন, ‘ইতিহাস গতবারই করেছে আপুরা। আমাদের চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখা।
অবশ্যই সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব। দেশবাসী যেন আমাদের জন্য দোয়া করে। তারা যেন সব সময় দোয়া করতেই থাকে। আমরা ইনশাআল্লাহ ট্রফি নিয়ে ফিরতে পারব।
’
ঘরের মাঠে খেলা হওয়ায় স্বাভাবিকভাবেই সমর্থকদের সমর্থন পাবে নেপাল। তা বাংলাদেশের জন্য কিছুটা হলেও চাপ হবে। সেই চাপ সামলানোর জন্য গতকাল দ্বিতীয় সেমিফাইনাল দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিল পুরো বাংলাদেশ দল। নেপালের সমর্থক নিয়ে আফিদা বলেছন, ‘গতকাল আমরা সেমিফাইনাল দেখতে গিয়েছিলাম। এটার কারণে যে কী রকম দর্শক হয় সেটা দেখতে চেয়েছিলাম।
এটাতে ভয় পাব না। মনে করব, নেপালিরাও আমাদের সাপোর্টার। এটা নিয়ে চাপ নেব না।’
দল এবং দেশের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার কথা জানিয়ে আফিদা বলেছেন, ‘ফাইনাল নিয়ে পরিকল্পনাটা সবার আগে। আমি আখি আপুর জায়গায় খেলতেছি সেটা বড় বিষয় না। আমি হচ্ছে আমার দলের জন্য খেলতেছি, আমার বাংলাদেশের জন্য খেলতেছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলতেছি।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন