গ্রেফতার হওয়া প্রসঙ্গে যা বললেন অনন্য মামুন

গ্রেফতার হয়েছেন বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন- এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে শোবিজে। তবে সব ধোঁয়াশা কাটাতে নিজেই এগিয়ে এলেন ‌অনন্য মামুন। তিনি ভারতীয় বাংলা গণমাধ্যম ‘এই সময়’- এর একটি সংবাদের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে জানিয়েছেন, এই খবর ভুয়া।

নির্মাতা তার শেয়ার করা পোস্টে ‘এ রিয়েল ম্যান’ নামের একটি ফেসবুক আইডির স্ক্রিনশটও যুক্ত করছেন। এতে দেখা গেছে অনন্য মামুনের মৃত্যুর কথা লেখা আছে।

 

স্ক্রিনশট দুটি পোস্ট করে অনন্য মামুন স্টাটাসে লিখেছেন, ‘কি ভালোবাসারে বাবা, মৃত মানুষ কে আবার জেলে ভরে দিলো। আকাশে ভালোবাসার মেঘে জমেছে, যেকোন সময় হবে গানের ভালোবাসার বৃষ্টি’।

এ প্রসঙ্গে আজ (২৯ অক্টোবর) দুপুরে যোগাযোগ করা হলে অনন্য মামুন কে বলেন, ‘আমি গ্রেফতার হইনি। কিছু লোক আমার পেছনে লেগেছে। তারা চাইছে না আমি ভালো কছিু করি। তারাই এসব সংবাদ ছড়াচ্ছে।’

 

এদিকে শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ‘দরদ’ মুক্তি পাচ্ছে আগামী ১৫ নভেম্বর। সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। সিনেমাটির মুক্তির খবর সবার সামনে আনতে পেরে খুশি পরিচালক অনন্য মামুন। তিনি বললেন, ‘সিনেমাটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে। সেভাবেই এগোচ্ছি আমরা। আমরা কষ্ট করে ছবিটি বানিয়েছি। এখন যাদের জন্য বানানো হয়েছে, ছবিটি তাদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক’।

 

চিত্রনাট্যকার হিসেবে অনন্য মামুন ২০১০ সালে আলোচনায় আসেন। তার চিত্রনাট্যে ভারতীয় বাংলা ‘ওয়ান্টেড’ সিনেমাটি পরিচালনা করেন রবি কিনাগি। ২০১২ সালে তিনি পরিচালনায় আসেন ‘মোস্ট ওয়ান্টেড’ সিনেমা দিয়ে। তারপর ২০১৪ সালে তিনি ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিটি পরিচালনা করেন। এরপর বেশ কিছু সিনেমা দিয়ে আলোচনায় আসেন। এর মধ্যে উল্লেখ্য ‘অস্তিত্ব’, ‘তুই শুধু আমার’, ‘আমি তোমার হতে চাই’, ‘ভালোবাসার গল্প’, ‘আবার বসন্ত’, ‘রেডিও’ ও ‘বন্ধন’।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন